এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 30 মার্চ 2015 12:16

মুর্শিদ আমার,নুর নবিজী(দরুদ)।

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                

হে মহান দয়াময় খোদা,
কত সুন্দর করিয়া করেছ সৃজন।
পাথরে বয়ে চলে ঝর্ণা ধারা,
চারি পাশ আজ সবুজ শ্যামলে ঘেরা.
পাখির কলরবে শুনি কার গুন গান।

উল্লাসে উদিত আলোক রশ্মি,
চমকায় হেসে দেয় মৃদু রৌদ্র.
অনন্ত আঁধার বুক চিড়ে আনন্দ খুশি।
ঝলমল তরঙ্গে আজ মহা সমুদ্র,
নির্জন প্রহরে হয় স্বপ্ন রঙ্গিন।

ক্ষুধার্ত ক্ষণে পিপাসায় পিসান্ত,
পথ হারিয়ে ছুটা ছুটি.
সুসংবাদ বার্তায় নয়া দিগন্ত।
প্রেরকের পৌঁছাতে নাহি হয় ত্রুটি,
বার্তা লয়ে উৎসর্গ অগণিত নবীন তরুণ।

বৃক্ষ বৃদ্ধি যেথায় অক্ষম ধরণী,
প্রার্থনার ফসল যার অনবরত বৃষ্টি.
সব খানে শুনি আজ কার বাণী।
সে-যে খোদার আপন নুরের সৃষ্টি,
তাঁহার পরশে উজ্জিবিত লাখো মৃত প্রাণ।

মোর নবীকে(দরুদ)সালাম জানায়,
নুরের সৃষ্টি ফেরেস্তারা.
স্বয়ং রবের ইশারায়।
আজ গোটা পৃথিবীর অগণিত মানবের আর্জি,
চাই না ধরণী,চাওয়া একটাই.
মোদের স্হান হউক নবীজির(দরুদ)চরণে।

1207 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 মার্চ 2015 20:46
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

8 মন্তব্য