এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 13 এপ্রিল 2015 22:19

এখনও অলিন্দদ্বয়ে ঝড় ওঠে। নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                
এখনও অলিন্দদ্বয়ে ঝড় ওঠে ------
তোমার প্রতিচ্ছবি ভেসে এলে মেঘ হয়ে।
এখনও রাতের বিছানায় গন্ধ পাই
যখন অনুভূতি গুলো ফিরে আসে ।
সিগারেটের ধোঁয়ার মতো তোমাকে
ভেতরে টেনেও কতোবার উড়িয়ে দিয়েছি বাতাসে,
তবুও সিগারেটের প্রতি চুম্বনে
ফিরে আসে তোমার নেশা............
অবাক করে তোমার চলে যাওয়া
ব্যথার চেয়েও বড়, জিজ্ঞাসা চিহ্ন;
যার উত্তর খুঁজতে খুঁজতে আজ আমি ক্লান্ত।
শঙ্খ তুমিও কি কখনোই উত্তর খোঁজনি?
স্মৃতির পাহাড়ের চূড়ায় কখনো
একা, শুধুই একা দাঁড়িয়ে দু'ফোঁটা অশ্রু বিসর্জনে !!
952 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 13 এপ্রিল 2015 22:30
শেয়ার করুন
নিউটন বালা

আমি নিউটন বালা। জন্মস্থানঃ কলকাতা,ভারত (ইন্ডিয়া)।আমি একজন মেডিকেল ছাত্র।আমার খুব ছোটবেলাতেই কবিতায় হাতে খড়ি। কবিতা আমার খুব প্রিয়। কারণ মনের অব্যক্ত কথাগুলো কেবলমাত্র কবিতার মাধ্যমেই প্রকাশ করা সম্ভব। এমন খুব কম বাঙালি আছে যারা প্রথম প্রেমে পড়ে দু 'লাইন কবিতা লেখার চেষ্টা করেনি। কবিতা লেখার পাশাপাশি আমি ছোট গল্প, বড় গল্প, উপন্যাস লিখি।আশা করি আপনারা আমার কবিতা পড়বেন ও সঠিক মন্তব্য করবেন। আমি জানি বাঙলাদেশের তরুন তরুনীরা অনেক বেশি সাহিত্য সচেতন।।

নিউটন বালা এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

8 মন্তব্য