এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 26 এপ্রিল 2015 13:06

কবিতার জন্য নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                কবিতা, তোমার জন্য-
আমি একটি আকাশ বানাবো
স্বার্থ ভরাট বুকের নিরাবেগ আকাশ
শুভ্র নীল রং আবীর রূপে ঝরে পড়ে
রাঙাবে তোমায়;আমি হয়তো থাকবো না!
তুমি মেঘেদের সাথেই খেলে নিও হোলি।

ভেবোনা ঐ নীল রং গড়া বেদনার আঁচে
বেদনার নীল ঢেকে দিবে রঙিন স্বপ্নেরা
এলোমেলো ইচ্ছেগুলো ওড়াউড়ি করে
যাবে যে যার মত;তুমি না হয় কিছুক্ষণ
ঘুঁড়ি উড়িয়েই সঙ্গ দিয়ে যাবে ওদের।

তারা হয়ে জ্বলবে আমার প্রিয় মুখগুলো
তুমিই না হয় থেকো পাশে ধ্রুবতারা হয়ে,
কষ্ট গুলো মেঘ রূপে জমা হবে ঈশান কোণে
কবিতা হয়ে ঝরে পড়ে ওরা কাঁদাবে তোমায়।
অনুভূতির শিকল ছুঁয়ে তুমিও এসো, কবিতা-
প্রতীক্ষায় আছি চাঁদ হয়ে আমার আকাশে।            
            
694 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 26 এপ্রিল 2015 13:07
শেয়ার করুন
নিউটন বাঙালী

নামঃ নিউটন। জন্মস্হানঃমেহেন্দীগঞ্জ উপজেলা, বরিশাল। পেশাঃ ছাত্র। অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। ফেসবুক আইডি লিংকঃ মুঠোফোনঃ +8801738017891

নিউটন বাঙালী এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য