এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 01 মে 2015 21:24

আমি তোমাকে ভালোবাসি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                সমস্ত জীবনের সময়কে হত্যা করে আমি
তোমার ধ্যানে মগ্ন হবো
শেষ  মুহূর্তেও বলবো আমি তোমাকে ভালোবাসি!
মার্সিয়াসের মতো শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিলেও
আমার প্রতিটি রক্ত বিন্দু থেকে জন্ম নেবে
শত শত ভালোবাসার জীবাণু।

হয়তো একটা বেলেহাঁস অথবা ধূসর গাংচিলের
নরম পালকের উষ্ণতায় মেখে দেব ভালোবাসা 
অথবা আকাশ থেকে খসে পড়বো মৃত নক্ষত্রের মতো।
কোন এক আদিম তাড়নায় দুর্বার গতিতে
ছুটে আসব অজস্র নিহারিকা হাতে।

মিল্টনের মহাকাব্যে, সেক্রেটিসের দার্শনিক চিন্তায়
তোমাকেই শুধু  ভাববো আমি।
জরাগ্রস্ত ব্যাধির মতো তোমার শরীর জুড়ে থাকবো আমি 
প্রতিটি স্পর্শে আমার অস্তিত্ব খুঁজে পাবে তুমি। 

পোড়া মাংসের গন্ধে বমির হওয়ার মতো
তোমার হৃদয়ের থেকে উগরে নেব আমার প্রাপ্ত ভালোবাসা।
প্রেমের দেবী আফ্রোদিতির বরপুত্র হয়ে 
শিখে নেব ভালোবাসার প্রতিটি কৌশল
হেমলকের বিষের পেয়ালা এক চুমুকে শেষ করে
মৃত্যুর আগের মুহূর্তেও হাসতে হাসতে বলবো
আমি তোমাকে ভালোবাসি।।            
            
2127 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নিউটন বালা

আমি নিউটন বালা। জন্মস্থানঃ কলকাতা,ভারত (ইন্ডিয়া)।আমি একজন মেডিকেল ছাত্র।আমার খুব ছোটবেলাতেই কবিতায় হাতে খড়ি। কবিতা আমার খুব প্রিয়। কারণ মনের অব্যক্ত কথাগুলো কেবলমাত্র কবিতার মাধ্যমেই প্রকাশ করা সম্ভব। এমন খুব কম বাঙালি আছে যারা প্রথম প্রেমে পড়ে দু 'লাইন কবিতা লেখার চেষ্টা করেনি। কবিতা লেখার পাশাপাশি আমি ছোট গল্প, বড় গল্প, উপন্যাস লিখি।আশা করি আপনারা আমার কবিতা পড়বেন ও সঠিক মন্তব্য করবেন। আমি জানি বাঙলাদেশের তরুন তরুনীরা অনেক বেশি সাহিত্য সচেতন।।

নিউটন বালা এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

7 মন্তব্য