এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 19 মে 2015 16:04

স্বপ্ন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                স্বপ্ন দেখি আমি
কোকিল হয়ে,
বসন্তের আগমনীবার্তা
পুরো পৃথিবীকে শোনাব ।
ঝরনা হয়ে 
পাহাড়ের সাথে খুনসুটি করব।

স্বপ্ন দেখি আমি
শিশির হয়ে ,
সকালের শুভ্রতা; 
চারিদিকে ছড়িয়ে দেব।
প্রজাপতির পাখায় চড়ে,
পুরো পৃথিবী দেখব।

স্বপ্ন দেখি আমি
বৈশাখের ঝড়ো হাওয়ার মত,
পৃথিবীর সব অনাচার; 
উড়িয়ে নেব।

স্বপ্ন দেখি
একটি নতুন সমাজ বিনির্মান করে
সেখানে ইনসাফ 
প্রতিষ্ঠা করব।

স্বপ্ন দেখি আমি
স্বপ্ন দেখাই আমি
নিজেকে নিজের কাছ থেকে
ছাড়িয়ে যাব।            
            
841 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আল মামুন উর রশিদ

একটি সুন্দর গল্প মানুষকে হেরার পথ দেখাতে পারে...

আল মামুন উর রশিদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

7 মন্তব্য