এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 22 মে 2015 05:19

রক্তে যদি আগুন জ্বলে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কাঁদছে মানুষ সাগর জলে 
জীবন তাদের বদ্ধ যেন
কোথায় তোরা জাগরে আজি 
একটু দেখি এমন কেন
কার কারণে কে থাকেরে 
অনাহারে সাগর মাঝে
এ অত্যাচার দেখে আজি 
দ্রোহের আগুনবীণা বাজে
কার কারণে কার ভয়েতে 
কারা আজি ঐ সাগরে
জীবনটাকে সপে দিছে 
আজরাইলের খেলার তরে। 

কে তুই রাজা কিসের বলে 
আকাশ দিয়ে উড়িস যেন
জবাব দে আজ তোর ভয়েতে 
রোহিঙ্গারা কাঁদছে কেন
কি করেছে রোহিঙ্গারা 
সঠিক জবাব দেরে আজি
দ্রোহের আগুন জ্বলছে দেহে
আজকে আমি মরতে রাজি 
এই এতদিন মুখটি বুজে 
দোষগুলো সব করছি জমা
জাগছি আজি কলম নিয়ে 
নাই নাই তোর নাইরে ক্ষমা। 

জাগছি আমি খালিদ হয়ে
রাজ্যটা তোর উল্টে দেবো
তোর সাথে আজ নতুন করে 
যুদ্ধ করার শপথ নেবো
আয়রে আজি ময়দানে আয়
দেখিরে তোর সাহস কতো
সাগর থেকে আসছেরে ঐ 
মুক্তিযোদ্ধা শত শত
কই পালাবি কোথায় যাবি
সবাই যে তোর প্রাণটা নেবে
ক্ষুধার্তরা চিৎকারে তোর 
কর্ণ আজি ফাটিয়ে দেবে। 

বাঁচতে যদি চাস তাহলে 
আসল নিয়ম কানুন মেনে
সাগর থেকে তুলে তাদের
বুকের মাঝে নে রে টেনে
নয়লে কিন্তু ছাড় পাবিনা
থামবেনা এই কলমখানি
কলমঘাতে ধুলোর সাথে 
মিশিয়ে দেবো জিন্দেগানী
ভয় করিনা কাউকে আমি
নির্ভয়ে এই কলম চলে
পার পাবিনা ছাড় পাবিনা 
রক্তে যদি আগুন জ্বলে।            
            
711 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য