এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 09 জুন 2015 09:51

আমার অবেলায় তুমি

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                যেদিন ঝরে যাবো 
চৈতি পাতার মতো।
এ সাধের জীবন 
পড়ে রবে পথের ধূলোর মতো। 
জানি সেই দিন সেই ক্ষণে 
তোমার সুকোমল পদ তলায়
পৃষ্ট হবে মোর সাধের জীবন। 
যেদিন একা হয়ে যাবো
নাহি পাশে থাকবে কেহ। 
পরাজয়ের শেকল থাকবে পায়ে 
নাহি পারবো আর চলতে? 
জানি সেই দিন সেই ক্ষণে 
নতুন কোন পৃথিবীর বুকে 
নতুন নামে গন্ধ বিলাবে। 
যেদিন চলে যাবো 
নাহি আর ফিরবো। 
মৃত্তিকার গভীর ভালবাসায় 
গড়বো চির সৌধ। 
জানি সেই দিন সেই ক্ষণে 
পূর্ণতা পেয়ে যাবে?
আমার অবেলায় তুমি
পেছনের সব কিছু ভুলে যাবে।            
            
882 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য