এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 20 জুলাই 2015 20:48

ভুলবার আশায়

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                ভুলে যাবো- ভেবেছি কতবার

তবু

পারিনি, ভুলা হলোনা আর  |

রোজ ভোর হয়, জাগে দিবাকর... অম্বর
দেখি উষসী রূপ-
মনে পড়ে তোকে, তোর রাঙা-ওষ্ঠ-অধর |

উষসী বেলায় পাখি গায় সুমধুর প্রভাতী-সুর
শুনি প্রেমের রণন-
মনে পড়ে তোকে, তোর -গান, গাওয়া, স্বর ||

যতদিন-
ভোর হবে, হবে উষসী-প্রহর
গাইবে পাখি সুরে..কলতান..

ততদিন ভুলা হবেনা আর!!

তবু 

ভাবি ভুলে যাবো কেটে যাবে ভ্রম

ফুরায় সময়.....ভ্রম কাটেনা আর!!

বিকেলের বাতাস বয় খাস, সাথী সৌরভ 
মনে পড়ে ফের-
উড়ছে তোর এলো-কেশ,ভাসছে আঁশ-বাস,

মাতাল বাতাস ছিড়ে ফাঁস, কামুক, বেলাজ
মনে পড়ে তোর-
সঙ্গী প্রেম প্রহর, সজোর ছেঁড়া তোর সাজ ||

যতদিন 
বিকেল হবে, বয়বে মৃদু-বাতাস
ছড়াবে সৌরভ, ছিঁড়বে প্রাবরণ

ততদিন ভুলা হবেনা আর!!

তবু 

ভাবি ভুল যাবো..কেটে যাবে দিন 

দিবস ফুরায়..সুদিন ফিরেনা আর!!

নেমে আসে সাঁঝ, সাজে কম্র, রম্য সাজ
দেখি যেন তুই-
হাসছিস , প্রেম আবাহন, কাম প্রেম লাজ |

নামে নিশুতী রাত ..গিলে খায় এঁধো-তমসা 

ভাবি

ভাঙবে ভ্রম, ফিরবে সুদিন, জাগবে প্রাণ-ঊষা |            
            
659 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 20 জুলাই 2015 22:18
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মণি জুয়েল এর সর্বশেষ লেখা

5 মন্তব্য