এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 27 আগষ্ট 2016 16:48

যখন তোমাদের লেখা পড়ি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                যখন তোমাদের লেখা পড়ি
তখন মনেহয়, আমি কবি নই 
আমার কথায় আমার কবিতায় মৌমাছি গায় না গান
আমার কলমে আমার গানে নেই বিপ্লবী সে আহ্বান
কিন্তু কত পারো তোমরা বলে যেতে
মানবতা গাঁথা মানুষের জয়গান!
আমার কলমে, আমার গানে নেই নতুনের সে জয়গান। 

অভাগী মায়ের কথা বলা হয়নি এখন
আমার কবিতা মোছেনি আজও কাঙালী চোখের জল
কিন্তু যখন তোমাদের লেখা পড়ি
মনেহয় তখন - বন্ধু, তোমরাই পারো 
তোমরা পারো বিরহী বুকে মধু এনে দিতে, মুছে দিতে ছল
কোকিলের গানে ভেসে ওঠে তোমার কলির তান
বসন্ত সুখে তখন হাসে  হাহাকার ভরা প্রাণ।

ঘাম ফেলে নুন করে জোটেনা নুনভাত যার -
বন্ধু তোমাদের কথায় তোমাদের গানে গর্বে তার কারবার। 
একদিন পেরে যাবে ঠিক, পারবেই কলম তোমার 
সুন্দর পৃথিবী, সুন্দর পরিবার, সুন্দর মন, সুন্দর সংসার। 
যখন তোমাদের লেখা পড়ি
আমার তাই তখন মনেহয়  ।।
                                                   - Moni Jewel

#এটা_কবিতা_নয়_আমার_সব_রাইটার_বন্ধুদের_উদ্দেশ্যে_আমার_মনের_কথা            
            
739 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মণি জুয়েল এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য