ছড়া

ছড়া (218)

শুক্রবার, 06 মার্চ 2015 11:57

টুকুর সংগী

লিখেছেন
টুকু গেলো পুকুর ধারে
বড়শী নিয়ে হাতে-
সংগী হলো কোলা বেঙ
খালই নিয়ে মাথে।

হুল
বুধবার, 04 মার্চ 2015 21:18

খুকুর খেলা

লিখেছেন
সাদা কুকুর,
এইটা খুকুর,
রঙ্গিন জামা, পায়ের নূপুর,
সবই খুকুর, সবই খুকুর।

হুলো
মঙ্গলবার, 03 মার্চ 2015 00:32

হবুদের মাস্টার

লিখেছেন
হবুদের মাস্টার
বিলেতী কায়দায়
ভোর হতে রাত ভর
কি যেন কি পড়ায়।

ইংরেজী অনার্স
শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 22:23

ভূতের বাসা

লিখেছেন
শ্মশান ঘাটের ধারে
তালতলারই পুকুর পাড়ে
বিরাট শেওড়া গাছে
ভূতের বাসা আছে।
জান
রবিবার, 22 ফেব্রুয়ারী 2015 21:57

টোকাই

লিখেছেন
টোকাই ছেলে কবি হলে
দোষ কি বলো তাতে,
না থাক কাধে ঝুলন্ত ব্যাগ
বস্তা আছে হাতে।
শনিবার, 21 ফেব্রুয়ারী 2015 22:55

চড়ুই বাবুইর প্রেম

লিখেছেন
চড়ুই পাখি ভাব করেছে
    বাবুহ পাখির সনে,
দু’জন মিলে ঘুরতে যাবে
    হিজলতলীর বনে।<
শনিবার, 21 ফেব্রুয়ারী 2015 05:45

ক্যান খেপিসনা

লিখেছেন
ফাগুন মায়ের আগুন ঝরা তেজী ছেলে গেলে কই? 
জাগুন তেজী ভাবুন নিজি সালাম,বরকত বাহান্নর
বৃহষ্পতিবার, 19 ফেব্রুয়ারী 2015 06:08

ছড়ার চোখে হরতাল

লিখেছেন
হরতালের তাল নাই
গাছে ঝুলে আছে,
অবরোধ মিছে মিছে
ঘুরে তারই পিছে।
শুধু শুধু চলছ
পাতা 18 এর 19