এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 11 সেপ্টেম্বর 2015 18:27

দিন বদলে সোনার বাংলা

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বদলে গেছে রুপ রেখা 
বদলে গেছে রীতি
বদলে গেছে সোনার বাংলা
বদলেছে তাঁর নীতি ।

বদলে গেছে আচার আচরণ
বদলে গেছে চিত্র
বদলে গেছে কথার ব্যবহার
বদলে হয়েছে বিচিত্র ।

বদলে গেছে পণ্ডিত মশাই
বদলে গেছে শিক্ষা
বদলে গেছে জাতির বিবেক
বদলেছে তাঁদের কথা ।

বদলে গেছে বিচার আচার
বদলে গেছে প্রথা
বদলে গেছে আমার বাংলা
বদলেছে স্মৃতির পাতা ।
1916 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 16 আগষ্ট 2020 11:54
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

1 মন্তব্য