এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 15 অক্টোবর 2015 17:59

আবাহন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                আমি জ্বলতে চাই,
এসো....
তোমার ঠোঁটে রাখি ঠোঁট, অঙ্গে কলেবর
জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও
আমি চাই, মিটে যেতে চাই, মিশে যেতে চাই !!

হোক রৌরব, নরক-জীবন
তবু
তোমাকে চাই, পুড়ে ছাই হতে চাই ||

আমি ভিজতে চাই 
এসো
ছলনা তোমার ঝরাক ছলনা, ভিজুক শরীর
ভিজিয়ে দাও, বহিয়ে দাও
আমি চাই, ভিজে যেতে চাই, ঝরে যেতে চাই !!

ঝরুক ঝরঝর, স্তনন-শ্রাবণ
তবু 
তোমাকেই চাই, স্রবণরসে ভিজতে চাই !!!

ফিরে এসো ফের ................

                .................. নতুন আসার আশায় |||

আরজুমান বাণুকে আমার উপহার |            
            
1061 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 27 অক্টোবর 2015 20:31
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মণি জুয়েল এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য