এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 03 নভেম্বর 2015 22:54

প্রতিদান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                জীবনের আলিঙ্গনেই মৃত্যুর বসবাস
যদিও জীবন জানে এই মৃত্যুই একদিন 
তাকে নিশ্চিহ্ন করে দেবে!! 

আসলে জীবন ও মৃত্যুর মধ্যে কোন বিপরীত ক্রিয়া নেই ---
জীবন নিজেকে নিঃশেষিত করে মৃত্যুকে ভালোবেসে 
আর মৃত্যু জীবনকে নিজের মধ্যে মিশিয়ে 
 হয়ে ওঠে আরও উজ্জীবিত!

মৃত্যুর কাছে জীবনের নিঃশেষিত হওয়া;
হেরে যাওয়া নয় --------
এ হল মৃত্যুকে দেওয়া জীবনের ভালোবাসার প্রতিদান!!!            
            
1773 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 03 নভেম্বর 2015 22:57
শেয়ার করুন
নিউটন বালা

আমি নিউটন বালা। জন্মস্থানঃ কলকাতা,ভারত (ইন্ডিয়া)।আমি একজন মেডিকেল ছাত্র।আমার খুব ছোটবেলাতেই কবিতায় হাতে খড়ি। কবিতা আমার খুব প্রিয়। কারণ মনের অব্যক্ত কথাগুলো কেবলমাত্র কবিতার মাধ্যমেই প্রকাশ করা সম্ভব। এমন খুব কম বাঙালি আছে যারা প্রথম প্রেমে পড়ে দু 'লাইন কবিতা লেখার চেষ্টা করেনি। কবিতা লেখার পাশাপাশি আমি ছোট গল্প, বড় গল্প, উপন্যাস লিখি।আশা করি আপনারা আমার কবিতা পড়বেন ও সঠিক মন্তব্য করবেন। আমি জানি বাঙলাদেশের তরুন তরুনীরা অনেক বেশি সাহিত্য সচেতন।।

নিউটন বালা এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য