এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 19 ফেব্রুয়ারী 2015 14:15

শোন বলি শোন

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                শোন বলি শোন 
আমি নইকো নজরুল
আমি বাংলার ছেলে
বাংলার মানব কুল ।
আমার দেহে বইছে
বাংলার বাতাস
হাটি খেলি চলি জুরাই প্রাণ
নিয়ে বাংলার সু-বাতাস
“দু হাতে বাংলার দু কুল” ।
শোন বলি শোন
আমি দেখি নাই
কেমন চলেছিলো সমাজ,
দেখেছি বাংলার মাটি
যেখানে দাঁড়িয়ে
জুড়ায় আমার প্রাণ,
পেয়ে শীতল সুভাস ।
শোন বলি শোন
আমি দেখি নাই কেমন
জন্মেছিল নীল ফসল,
কেনই বা হয়েছিল বাংলার মানুষ
অত্যাচারিত কষ্টে
করেছিল নীল চাষ ।
শোন বলি শোন
আমি নইকো তিতুমীর
আমি নিজেই নিজে গাই
বাংলার গান গড়ি
শত্রুর জন্য শিবির।
শোন বলি শোন
আমি নইকো মাওলানা ভাসানী
তবুও কেন জানি
সততা সামনে এসে বলে
তুই তো ভাল তোর জন্য জমবে
একদিন লাখো মানুষের ভীর ।
1301 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 19 ফেব্রুয়ারী 2015 14:43
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

6 মন্তব্য