এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 20 ডিসেম্বর 2015 12:53

কী দারুণ জুটি

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                .
কী দারুণ জুটি
এমদাদ শুভ্র
.
শীতকাল ফিরে আসে অসহায় কুটিরে 
ধনীদের ফিরে আসে ভ্রমণ-ছুটি
ধনী আর গরীবের কী দারুণ জুটি রে
শীত আর ভ্রমণেরই জুটি
.
কম্বল বিদেশী, লেপ-কাঁথা অগণিত
আয়েশে খায়েশে কাটে আহা রে
জীর্ণ শীর্ণ দেহ জড়োসড়ো ঠাণ্ডায় 
কষ্টের কথা কয় কাহারে?  
. 
এইভাবে কতকাল শীতার্ত নাজেহাল
অবিরাম খাবে লুটোপুটি?
ধনী আর গরীবের কী দারুণ জুটি রে
শীত আর ভ্রমণেরই জুটি
.
শীত মানে কষ্ট, বুঝি স্পষ্ট
চলো করি- কিছু তুমি আমি
ব্যবহৃত পরিধান 
তবুও তা করি দান
ওদের যে এই বড় দামী
.
নিদারুণ এই শীতে 
স্বস্তির বিপরীতে
অসহায় ওরা গুটিসুটি
ধনী আর গরীবের কী দারুণ জুটি রে
শীত আর ভ্রমণেরই জুটি
...            
            
997 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এমদাদ শুভ্র

কবিতা হোক সুন্দর!

এমদাদ শুভ্র এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য