এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 23 নভেম্বর 2017 17:49

কি গো কিছু বলবে?

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কি গো কিছু বলবে? 
 - মণি জুয়েল(Moni Jewel)

আচ্ছা, আমি যেমন তোমার প্রেমে হাবুডুবু খেয়ে
তোমাকে নিয়ে, এ সব ভাবতে'ই থাকি 
হয়তো, তুমি বিছানায় 'লাল দোপাট্টা' গানটির
ঢঙে শুয়ে আমার কবিতা পড়ছো,
কিম্বা, ভাবছো রাতের মন্তব্যে বলা কথাগুলো,
সকালবেলা ঘুম থেকে জেগেই
ব্রাশ করতে করতে, হয়তো মনে পড়ে যাচ্ছে,
হয়তো বা এলোমেলো মনে
অনন্য অনুভবের পরও এড়িয়ে যেতে চাচ্ছ!

হয়তোবা খানিকটা আলতো লাল লজ্জাও!

তুমি স্নান করছো তুমি চুল ঝাড়ছো বাঁধছো

স্নানের পরে ভেজা কাপড়গুলো বদলাচ্ছো, 

বাজারে গেছো, হয়তো তখনও মনে পড়ছি!
ঘুম ভেঙে যাওয়া মাঝরাতে,
আবেগেসুখে কখনও হয়তো দু'ফোঁটা জলে,
অথবা, তথা'নিষিদ্ধ আদিমতায়।
কিম্বা, রান্নাঘরে তুমি যখন মটর সেদ্ধ করছো,
একাকিত্বে একান্ত-উষ্ণতা পহাচ্ছো
তুমিও কি আমায় নিয়ে ভাবো, যেমনটি আমি,
হাজার কল্পনায় নীলিন ভাসতেই থাকি 
তোমার সাথে, তেমনই তুমিও কি কল্পনাই ভাসো?
****23.11.2017-Dhuliyan-12:35AM****            
            
908 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মণি জুয়েল এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা