এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 10:42

বাসনার বাসা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তোমার কাছে বাসনারে আব্দার করে যা পাইনি
যুক্তিতে গেছে হারিয়ে
তারই খন্ড খন্ড ছিটেফোঁটা নিয়েছি কুড়িয়ে
পথে পথে, মেলায়, ভীড় ভাট্টা, অন্ধকার গলি, নিয়নের আবরণে
যাকে ভয়ার্ত ভালয়াবসায় রেখেছি পুষে
তার জন্য ভেতরের বন্দরে ঠায় সুনশান নিরবতা
তার জন্য বোহেমিয়ান আমার মেলেনি শান্তি, স্বস্তি
মেনে নেবার জন্যই অন্ধ আক্রোশে উঠি কেঁপে
চলে যাবার জন্যই চলা চক্রাকার পথে আর পুণর্বার ফিরে আসা
হারাতে চাই না বলে পাই না মুঠোর মধ্যে আঙুলগুলি
সত্যিকারের বিশ্বাস নিয়ে বাঁচা, ভালবাসার
অন্যখানে ঠিক ঠিক নতমুখ আমি
শুধু প্রণয়ের সভায় আমি ভীষণ যৌক্তিকভাবে জয়ী
কুণ্ঠাহীন ভাবে সভ্যতায় তুলে ধরিনি তার সবটুকু
তবু আগামীর বিশ্বাসেরে ছন্দ নিয়ে আনি ডেকে
ভুলের ভেতর থেকে চমকে ওঠে সাত রঙ
আলোতে যদি যাই ছায়াহীন কায়া হয় দারুণ দ্রষ্টব্য
শুধু শর্তে ও চুক্তিনামায় কিনেছি গণিকার ঘাম
ভেতরে দারুণ ক্ষত মুখের ওপরে এনেছে মলিন রেখাপাত
ঢেউয়ের দোলার মত দ্বিধা নেচে যায়
ইত্যাবসরে তোমার আমার প্রেম
প্রেমের উত্তরীয় লুকিয়ে রাখা গুটানো আস্তিনে
লৌকিক সভ্যতায় তারা শালীন ও সুপ্ত অথচ
আমার ভেতরকার সব অনুচক্রিকারা লক্ষ মুখ সমাগমে ভুলে যায় ধর্মাবলী
প্রায় সব মধ্যরাত ও সার্বজনীন ছুটির দুপুর এবং খুব সকালে
হলাহলের হয়ে শীৎকার ধ্বনি বেজেছে শ্রবণে
দারুণ আক্ষেপ ও অপমানে প্রথম প্রথম নিয়েছি মেনে
অতঃপর আমাদের অদেখা সব অন্ধকারে হৃদয় করেছি পূর্ণ
দেবালয় ছেড়ে, স্বৈরিণী ছেড়ে গরল গলায় বুকে পেটে করেছি ধারণ
তার ধরণ- ধারণ অনেকটা তোমার জানা
পাততারি গুটিয়ে চলে গেছে ট্রেন, হুইসেল আর নেই
ইস্পাতের পাত মরিচা ঘুণের আবরণে হয়ে গেছে ক্ষয়
তারের সঙ্কেতে পাগলা ঘন্টা আর বাজে না তখন
কেবল লৌকিকতা সভ্যতার দূষণের ধারা তাকে ছুঁতে বাকী এখনও
তোমার যেমন ছিল যুক্তি, বাধা ছিল, দ্বিধা ছিল কিছু কিছু
তবু মরমের কানে কানে বলেছ আছে এক গোপন ইচ্ছা তোমার
আমাকেও দিলে দিতে পারো তুমি তার আদ্যোপান্ত
এখনও রয়েছি মশগুল তোমাতে নিমগ্ন হবার বাসনায়
শুধু অন্ধকার, কেটে যাবে তাও
এই অক্ষমতার শোকের নিরবতা বাঙ্ময় করে নেব চুমুতে চুমুতে
এই অস্থির সময় এই স্বপ্ন বোনার সময় এই গাঁথা বুনে রাখার সময়
আমরা প্রতীক্ষার প্রতীজ্ঞা নিয়েছি মেনে
আমরা যুগলের প্রেম নিয়ে হবো গুহাবাসি আর প্রতিটা আড়মোড়া ভাঙা ভোর
যুগপৎ অথবা একের পর এক তারপর একাকার শৃঙ্গারের শীৎকারের শক্তি সমুখে রবে
দুঃখগুলি বিষম বিষাদের আর্তনাদে তামাম বিগত যাতনা করবে যাপন
আপন তবু তুমিই আপন, জেগে দেখা স্বপন, অনুভবে তুমি আপনার আপন
তোমাতে বাস প্রণয় বাসনা ঘোর তাই
তোমাকেই ভেবে ভেবে দেখি রাত জেগে জেগে কাকডাকা ভোর প্রতিদিন
826 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 11:34
শেয়ার করুন
সর্বনাম

সর্বনাম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

1 মন্তব্য