শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 10:41

আমার ব্যথাগুলো

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমি টের পাই প্রতিদিন বুকে পেটে পিঠে কণ্ঠায় কর্ণকুহরে ব্যথা ছাপিয়ে
বুকের ভেতর শুক্লা পক্ষের জোয়ার নিয়ে আসে ব্যথা সমুদ্র জল অনেক
পাড়ি দিই, কুয়াশায় ঘেরা মুখের আশায় বিশেষ বা অবিশেষ সমুদ্দুর ও তার সবিশেষ সব
একা একা বোধের সাথে জাগ্রত রাত্রি যাপন, রাহুর গ্রাসে পড়েছে শুক সপ্তর্ষী লুব্ধক

তবু মনে হয় তুমি এসেছ জীবনের ছন্দপতনে, নিরবে ভালবাসার দুঃসময়ে  
হয়তো কাছে পিঠেই আছে তার তীর, কোন অহিংস্র দ্বীপ বা সবুজ দেশ পাবো সেখানে
হয়তো এখনই সমুদ্রে প্রতিবিম্ব বলয় নিয়ে, জেগে উঠবে পূর্ণিমা

কাছেই আছে হয়তো সহযাত্রী- আরও, তীর্থযাত্রা ছেড়ে হবে সতীর্থ তারা  
হয়তো অদূরেই কাঙ্ক্ষিত বন্দর, হাতছানি দিয়ে ডাকছে
হয়তো কাছেই তোমার প্রিতম মুখ, নিঃশ্বাসে উষ্ণতা নিয়ে সাড়া দেবে 
হয়তো প্রেম, এসে পড়েছে জীবনে

হয়তো দিগন্ত ছেড়ে রঙধনু আসবে কাছে, আলোতে হাতের মুঠোয় ধরা দেবে 
কুয়াশাতেই মিলবে কৈশোরের পরিচিত মুখ, আরও অনেক অনেক আনন্দ নিয়ে
পায়ে পথের শ্রান্তি যাবে মুছে

জীবনমুখী হবে, জীবনের স্বপ্ন গুলো 
জেগে দেখা স্বপ্নে রবে আদরের তুমি
সমুদ্রে ভাসাবো দুজনার মন, প্রমোদ তরীর সব আয়োজন হয়েছে পূর্ণ 
প্রতীক্ষা হবে প্রতীকী তখন 

বিনিদ্র রাত্রি জেগে অন্ধকারের সাথে কথোপকথন রবে বন্দী, আমাদের মুখোমুখি দৃষ্টি বিনিময়ে
হবে না আর প্রলয় গর্ভজাত সমুদ্রে বোধের মাস্তুল, ঝঞ্জাহত
ভালবাসা হবে না এমন, ধরে রাখা বন্য প্রজাপতির পাখার মতন
মাখিয়ে নিতে হাতের চেটোয় রঙিনদল পুষ্পগুলির, রঙিন পরাগরেণু
তারপর বাস্তব অবাস্তবে বাকীটা সময়, কাঁটাবন বুনে চলা অনুভূতিতে
গোলাপের ঝাড় হলো জংলার ঝোপ, অযত্ন অবহেলায়
নক্ষত্র রইলো নাম পরিচয়হীন আমার কাছে সেই কবে থেকে, দীর্ঘদিন।

রক্তকণায় যুদ্ধ দেবতার যজ্ঞ লগ্ন হয়েছে ভ্রষ্ট
হয়তো পাপের সংজ্ঞায়, তুমি প্রথাগত ধারণা ভিত্তিক এখনও
হয়তো সময়ের তালুতে তুমি শক্তভাবে বন্দী
তুমি তবু ভালবাসছ, তুমি হাসছ, তুমি আমার বুকেতে ভাসছ।

এসে অনুভবের ভেতর, এ মনের প্রণয় বাসনা জেনেছ সবিস্তারে 
দ্বিধার দেয়ালের ঠিক ওপাশেই এসেছ তুমি
তুমি যে এই আমাকেই এক্ষুনি, একটুখানি জানি বেসেছ
তারপর সুকৌশলে লুকিয়েছ মুখ শঙ্কায়, অন্ধকারে।

তোমাকে পেতেই সকল দিগ্বিজয়ী সমুদ্র যাত্রা হবে সংক্ষেপিত
বন্দরের কোলাহল সহকারে হারাবো চোখের আধারে তোমার
তোমায় ভালবেসে ভালবাসার কোথাও আর রবো না আর

বেমানান বা অযাচিত এই আমার ক্ষুদ্র তুচ্ছ উপস্থিতি
তুমি যে ছিলে পূর্ণতার তরে প্রয়োজন, তুমিহীন তাই জীবনে অপূর্ণতা পেয়েছে পূর্ণতা  
তুমিহীন এই শুন্য শুন্য কুয়াশায় জীবন যাপন
আঁধিয়ার মেঘের সাথে, নিয়ত প্রতিদিন সংকট কাল ক্ষেপণ 

শুধু তোমাতে বাঁচে, বেঁচে থাকার বর্তমান আমার
তুমি থাকলেই, সমুদ্র ছেড়ে পাব সভ্যতা আবার,
তুমি থাকলেই, শূন্য তেপান্তরে রবে সমৃদ্ধ উপবন
অন্তঃপুর পাবে প্রথমবার, আগত বা অনাগত সকল ধারার উপশম
আমার সকল ব্যথার
1018 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 11:38
শেয়ার করুন

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.