এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 10:50

আগুন ও অভিশাপ

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আগুন জেনে অভিশাপ জেনে আলোর সন্ধানে ঝাঁপিয়ে পড়ি অনিশ্চিত অন্ধকারে
আলোতে তোমার মন, তোমার আলাপন,
গনগণে আগুন মেনেও চাই তারে

আমার প্রতিবার বিনির্মাণে ভাঙন, ভ্রম, ভুল আসে  বারেবার
আমার চোখের উপর পৃষ্ঠে আকাশের রঙ ঢেকে গেছে মেঘে
আমার চোখের নিচে নির্ঘুম রাত এনেছে অসংলগ্ন মুখচ্ছবি
তোমার চোখের কাছে আমার দৃষ্টি তবু তখনও নত
আমি তখনও অনাহুত, আমারই আহ্বানে আগত ভিখারি বিশেষ
আমি শুন্য আমার ভিতর আমি বিভোর তোমার ভিতর

আমি ভিতর বাহির তোমার বন্দনায় গাঁথি দীর্ঘ প্রণয় গাঁথা 
তোমাতে যাচি সুখের সম্ভাবনা রচি অজস্র প্রীতি সম্ভাষণ
বালুতে এলোমেলো ভাবনায় গড়ি মনের মননে মনোরম মহল দুঃখ ফেলে
সমুদ্র নিয়ে নেয় আদরের আলিঙ্গনে ঋদ্ধ সভ্যতা সেই,

সুরম্য স্বপ্ন যত মিশে যায় উষ্ণ ধারার গভীর সলীলে
তোমার মুখের কাছে জমা আধেক জীবনের সাধ, তার ভিতর রাখা ভালবাসা
তার ভিতরে পূর্ণতায় বেঁচে থাকার স্বাদ, আব্দার, আহ্লাদ
প্রথা হোক বা প্রশ্নাবলী আমি বুনে চলি নকশী ক্ষত জীবনে,

অলিন্দে আঁকি আল্পনার উল্কি, নিলয়ে পোড়া মাটির শিল্প
আমি পাথর জেনেও অবতার মেনে পূজা করি প্রিয় প্রিতম মূর্তি খানি,
বন্ধ প্রাসাদে প্রসাদ করি নিবেদন

আমি প্রতি সুখে মাতাল যুগলে দেখি আমাদের স্বপনে বাঁধানো ফ্রেম, আমাদের প্রেম
আমার আর কোথাও মেলেনা গাণিতিক শুদ্ধতা ভালবাসায় তুমি হীনা
আমাদের আর কোন গন্তব্য নাই আমাদের  প্রণয় বাসনার মুক্তাঞ্চল বিনা
আমি তাই আগুন আগুন ব্যথা ঠেলে ডুবে যেতে চাই পদ্ম সরোবরে
অভিশাপ হলাহল ছেড়ে মধুর অভিমান রবে সুখে সেদিনের অনুভবে
898 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 11:20
শেয়ার করুন
সর্বনাম

সর্বনাম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য