এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 28 ফেব্রুয়ারী 2015 10:52

জলের কোলাহল

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কীসের দহন জীবন জুড়ে
প্রবল গভীরতা আনে অনুভবের রেখাপাতে
শ্রাবণের মেঘ কাটা রৌদ্রে বসে ভাবি
কিছু কি পুড়ে গেল আমার তাতে
সোনায় বাধানো ত্বক
রূপায় মোড়ান মন
মনের গোপন স্বপন কিংবা
অক্লান্ত ঋদ্ধ সময়?
চারিপাশে জমে ওঠা সমুদ্র জল ভেঙে ফেলে অস্তিত্বের সীমানা।
মুহূর্তে প্লাবিত করে বসতের আঙিনা
শোবার ঘরে, স্নান ঘরে, পথে প্রান্তরে ছড়িয়ে পড়ে স্রোত
আমাকে তাড়িয়ে নিয়ে ফেরে আমার অনুভবের শীর্ষ চূড়ায়।
আমার ভূবনে সবখানে তাই লৌকিকতা করেছি নিমজ্জমান
সেখানে বাস করে বিলুপ্তপ্রায় দ্বিধার দংগল
ফেলে গেছে ফসিল বৈষম্যের সভ্যতা
অন্ধ সব লাল চোখা দৃষ্টি।
কেবল জলের কোলাহল ও
আমাদের নিরব কথোপকথন সেখানে হয়েছে বাঙময় ।
1003 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সর্বনাম

সর্বনাম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য