এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 31 আগষ্ট 2020 22:49

সময় কোথায় আর... নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সময় কোথায় আর...

ফুলগুলো সব ঝরে গেছে 
একে একে, 
চুলগুলো রঙ বদলে হয়েছে
কাশফুল; 
অন্তর আকুল ছিলো তোমাকে
পাওয়ার আশায়- 
যখন ছিলো সুরঞ্জন সময়, 
স্বপ্ন প্রতুল।  
এখন ডাকে না ক্লান্ত কোকিল, 
বসন্ত চলে গেছে বলে; 
ধূসর হয়েছে বাসন্তি রঙ 
রুদ্র বোশেখ।
হাত ফসকে সেই যে চলে গেলে! 
হাতের মাঝে ফোঁটে হাতে ছাপ, 
বুকের মাঝে স্মৃতির ঘূর্ণিঝড়।
ভুলের পাহাড়ে বসে 
কেটে যায় বেলা, 
ভুলগুলো সব মাথা চাড়া দেয়,
দীর্ঘতর হয় মনস্তাপের মালা। 
ভাঙবেই! এবার নড়বড়ে ঘর
কালবোশেখী ঝড়ে! 
তোমাকে পাওয়ার সময় 
কোথায় আর...
°°°°°°°^^°°°°°°            
            
528 বার পড়া হয়েছে
শেয়ার করুন
প্রকাশ চন্দ্র

প্রকাশ চন্দ্র জন্ম ১৯৬২ ইং ৪ঠা ডিসেম্বর । নিজস্ব চেম্বার "হোমিও প্রাকটিস সেণ্টার" (প্রধান চিকিৎসক) পিতা মৃত যোগেন্দ্র নাথ রায় । মাতা মৃত শৈলেশ্বরী দেবী রায় । তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ। ১৯৮২ সালে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস. ডিগ্রী অর্জন করেন । এক ছেলে, প্রেমপ্রদত্ত রায় এবং এক মেয়ে প্রীতিপ্রভা রায়। স্ত্রী চামেলী রাণী রায়, কিণ্ডারগার্ডেন স্কুলের টিচার ।

প্রকাশ চন্দ্র এর সর্বশেষ লেখা