এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 11 মার্চ 2015 00:07

চলে এসো এ পথে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                চলে এসো এ পথে ,
যে পথে ছিলাম আমরা দু জন একি সাথে, ,
করেছিলাম ছুটোছুটি শৈশবের সেই খেলার মাঠে । ,
লেগে থাকতো ঝগড়া , আছে কি তোমার মনে ? ,
,
চলে এসো এ পথে,,
আমি দাঁড়িয়ে আছি আজো, ,
তোমাকে নিয়ে যাবো বলে । ,
তুমি কি ভুলে গেছো, আমাদের সেই পাগলামির কথা ?,

কত কান্না কাটি,,
বাবা মায়ের কত জগড়া হয়েছিল ,
তোমাকে আমাকে নিয়ে , ,
কেউ পারলো না আমাদের আলাদা করতে তবে এখন তুমি আমি দূরে । ,

কি লাভ হলো বলো? ,
শুধু মিথ্যে ভুল বুঝে চলে গেলে ,
এত দিনের ভালবাসাকে পুড়িয়ে,
মিথ্যে মায়া জালে ।
708 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 11 মার্চ 2015 00:38
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য