এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 27 নভেম্বর 2020 00:06

তুমি তো এখন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                তুমি তো এখন

জীবন গল্পের মাঝে এক 
অনুপম অনুচ্ছেদ তুমি, 
অঘোর ঘুমের মাঝে যেনো 
সুখময় স্বপ্ন। 

অপরিকল্পিত কল্পনার মত 
উদয় হলে অকস্মাৎ,
জীবন নাট্যের কোন এক 
রোমান্টিক দৃশ্যের মতো
সুন্দর ও সত্য। 

অথচ কি আশ্চর্য দেখো!
অদ্ভুত আনন্দে বদলে দিলে
এ জীবনের রূপ রস গন্ধ,

অপরূপ চিত্রকল্পের এক 
অনবদ্য কবিতা তুমি-  
অনিন্দ্য যার উপমা অনুপ্রাস
অলংকার আর ছন্দ। 

জীবনের স্বাদ বদলে দিলে,
সুমসৃণ হল তো চলার পথ;

আঁধার জীবন আলোকিত হল 
আলোতে তোমার,
তুমি তো এখন আমার 
ভর পূর্ণিমার চাঁদ।

মহিয়সী চাঁদ তুমি অন্তর্হিত 
হইও না, 
আমার জগত হতে;

পরিপুষ্ট হয় যদি হোক না
জীবন আমার... 
তোমার সুশীল প্রভাবে!
<<<<<<>>>>>>>            
            
464 বার পড়া হয়েছে
শেয়ার করুন
প্রকাশ চন্দ্র

প্রকাশ চন্দ্র জন্ম ১৯৬২ ইং ৪ঠা ডিসেম্বর । নিজস্ব চেম্বার "হোমিও প্রাকটিস সেণ্টার" (প্রধান চিকিৎসক) পিতা মৃত যোগেন্দ্র নাথ রায় । মাতা মৃত শৈলেশ্বরী দেবী রায় । তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ। ১৯৮২ সালে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস. ডিগ্রী অর্জন করেন । এক ছেলে, প্রেমপ্রদত্ত রায় এবং এক মেয়ে প্রীতিপ্রভা রায়। স্ত্রী চামেলী রাণী রায়, কিণ্ডারগার্ডেন স্কুলের টিচার ।

প্রকাশ চন্দ্র এর সর্বশেষ লেখা

1 মন্তব্য