এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 30 নভেম্বর 2020 14:08

করনার সাথে কথোপকথন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                করোনার সাথে কথোপকথন 

>>>আমি করোনা বলছি। যুদ্ধ করবে? তোমরা মূর্খ, দাম্ভিক। তোমরাই-তো ডেকে এনেছো।
>>>ওটা আসল কথা নয়, ক্ষমা কর, কৌশলী ভাষা। এখন রুদ্ধবাক। এখন ঘরেই শত্রু।
>>>আমার চেয়েও ভয়ংকর! ওরা কারা? তোমাদের রক্তাক্ত হাত ওভাবে পরিস্কার হবে না।
>>>পরিচয়হীন ওরা, চেতনা লুণ্ঠন  করে, বিকৃত ব্যবসায়ী; ক্ষমা কর, এবার মুখোশ পরেছি।
>>>আমি এক অনিবার্য পরিনতি, অবিশ্বাসের গর্ভজাত। পাঠ কর! উম্মুক্ত কিতাবে সব লেখা আছে।
>>>তুমি যার আজ্ঞাবহ; হে মহান আল্লাহ, তুমি এক অদ্বিতীয়, একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক,  ক্ষমা কর।

০২/০৫/২০২০, বরিশাল।            
            
596 বার পড়া হয়েছে
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য