এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 27 জানুয়ারী 2021 20:34

মন পাখি তুই নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মন পাখি তুই

আগবাড়িয়ে ভালবাসলে পরে,  
অবহেলিত মরা ডালে হবে জানিস ঠাঁই.
মনপাখি তোর ভালবাসার করিস না অবক্ষয়।

আপন আশা গোপন রেখে
 অপর মনের হদিস জেনে,  
সাবধানে পা ফেলে ফেলে
ধরিস সঠিক পথ।
পাগল পাখি তোর আঁখি দু'টি
রাখিস খুলে দিন রাত। 

রূপ সাগরের রঙিন জলে,  
হাঙ্গর কুমির কতই খেলে,
গুণ সাগরের স্বচ্ছ জলে 
খেলিস দিবস রাত! 

মনপাখি তুই ডানা মেলে  
ভালমন্দ পায়ে দলে
কি কারণে উড়িস অকস্মাৎ। 
যখন তখন যেথায় সেথায়
বাড়াস নে দু'হাত।            
            
670 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 ফেব্রুয়ারী 2021 15:52
শেয়ার করুন
প্রকাশ চন্দ্র

প্রকাশ চন্দ্র জন্ম ১৯৬২ ইং ৪ঠা ডিসেম্বর । নিজস্ব চেম্বার "হোমিও প্রাকটিস সেণ্টার" (প্রধান চিকিৎসক) পিতা মৃত যোগেন্দ্র নাথ রায় । মাতা মৃত শৈলেশ্বরী দেবী রায় । তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ। ১৯৮২ সালে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস. ডিগ্রী অর্জন করেন । এক ছেলে, প্রেমপ্রদত্ত রায় এবং এক মেয়ে প্রীতিপ্রভা রায়। স্ত্রী চামেলী রাণী রায়, কিণ্ডারগার্ডেন স্কুলের টিচার ।

প্রকাশ চন্দ্র এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য