এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 09 মে 2015 02:05

এসো জ্বলে উঠি আর একবার নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                এসো হে নওজোয়ান এসো জ্বলে উঠি আর একবার 
মাথায় বেঁধে মুক্তির পতাকা মুখে নিয়ে চেতনার বুলি
এসো খুলেদেই বন্ধ দরজা ভেঙ্গে বাঁধার শৃঙ্খল ।

এসো দল বেঁধে সবাই নবীন প্রবীণ কৃষক তাঁতি জেলে ভাই
ভুলে গিয়ে ধর্মের বেদাভেধ এসো শক্ত হাতে রুখে দাড়াই ।
এসো খুলে দেই ওদের ভণ্ডামির মুখোশ বুঝিয়ে দেই শক্ত হাতে
বাংলার মানুষ আর বোকা নয় হয়েছে এবার মোদের হুস ।

এসো বিপ্লবী চেতনাই হাতে হাত রেখে গাই সাম্যের গান
আজ গর্জে উঠুক কন্ঠে মোদের ছিনিয়ে আনতে স্বাধীনতার চেতনা
বাংলা খুঁজে পাক আগামী দিনের নতুন প্রাণ ।
এসো নওজোয়ান এসো আর একবার প্রতিশোধের চেতনা নিয়ে
শত্রুর জন্য ধরতে পারি বাজি দিতে পারি জীবন দিয়ে ।

আজ আর নয় আপস মোদের সময় এসেছে তাড়াবার
শত্রুর জন্য শক্ত হাত মোদের সাহস আছে রুখে দাড়াবার।
এসো নওজোয়ান এসো একসাথে খুলে দেই বন্ধ তালা
রুখে দাড়াই আজ প্রতিবাদের সুর তুলে দলবেধে একসাথে ।

এসো নওজোয়ান এসো আর একবার বাংলার পথে ঘাঁটে
তোমাদের মাঝে ফিরে আসুক বাংলার সুখ নতুন করে আবার।
এসো নওজোয়ান এসো ফিরে অনাহারীর মুখে তুলে দিতে একটু খাবার
তোমাদের জন্য পড়ে আছে আগামী হাত ধরে করবে পারাপাড় ।

এসো নওজোয়ান নবীন প্রবীণ এসো একসাথে
তরুণের পথে আমরাই গাই তারুণ্যের প্রতিবাদী কন্ঠে ।
এসো ভেঙ্গে ফেলি সব বাঁধার প্রাচীর কন্ঠে তুলে নতুনের জয়গান
ফিরে আসি এসো আবার ফিরে আসি তারুণ্যের পথে হয়ে বাংলার নতুন প্রাণ।
816 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য