এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 11 মে 2015 00:15

মৃত্যুকে গিলে খাবো নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                যদি খেতে না পাই তাহলে, মৃত্যুকে গিলে খাবো !
আদিম উল্লাসে নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকব রাজপথে ---
আধুনিক বিশ্ব দেখুক দারিদ্র্যের কুৎসিত যৌবন
গুনতে থাকুক শীর্ণ পাঁজরে যৌবন রেখেগেছে ক'টা হাড়।

মৃত্যুর চেয়ে কঠিন এই বেঁচে থাকার লড়াইয়ে আমরা
আজও টিকে আছি। হয়তো জীবনের ফসিলসে
খুঁজে পাবে না তার কোনো অস্তিত্ব।
তবুও থেকে যাবো আমরা এই শহরের প্রতিটি
কোনে কোনে বিষন্ন দমকা হাওয়ায় !

যদি খেতে না পাই তাহলে, গোটা দুনিয়াজুড়ে
ছড়িয়ে দেবো দারিদ্র্যতার জীবাণু
চারিদিকে নাই নাই হাহাকার ধ্বনিতে কাঁপিয়ে দেব
বিশ্ব
তোমাদের বহুতল বাড়ি ভেঙ্গে গুড়িয়ে যাবে মাটিতে
তোমরা ভয়ে, বিস্ময়ে বিহ্বল হয়ে দাঁড়িয়ে দেখবে
দারিদ্র্যের মৃত্যুকে গিলে খাওয়ার ভয়ংকর দৃশ্য।

যদি খেতে না পাই তাহলে, পাঁপরভাজার মতো
পাহাড় গিলে খাব মড়মড়িয়ে, এক চুমুকে গিলে নেবো
সমুদ্র!
আদিম উল্লাসে নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকব রাজপথে ----
আধুনিক বিশ্ব দেখুক দারিদ্র্যের কুৎসিত যৌবন
গুনতে থাকুক শীর্ণ পাঁজরে যৌবন রেখে গেছে ক'টা
হাড়।।
-------------------------
০৮/০৫/২০১৫
( নিউটন বালা )            
            
995 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 11 মে 2015 00:19
শেয়ার করুন
নিউটন বালা

আমি নিউটন বালা। জন্মস্থানঃ কলকাতা,ভারত (ইন্ডিয়া)।আমি একজন মেডিকেল ছাত্র।আমার খুব ছোটবেলাতেই কবিতায় হাতে খড়ি। কবিতা আমার খুব প্রিয়। কারণ মনের অব্যক্ত কথাগুলো কেবলমাত্র কবিতার মাধ্যমেই প্রকাশ করা সম্ভব। এমন খুব কম বাঙালি আছে যারা প্রথম প্রেমে পড়ে দু 'লাইন কবিতা লেখার চেষ্টা করেনি। কবিতা লেখার পাশাপাশি আমি ছোট গল্প, বড় গল্প, উপন্যাস লিখি।আশা করি আপনারা আমার কবিতা পড়বেন ও সঠিক মন্তব্য করবেন। আমি জানি বাঙলাদেশের তরুন তরুনীরা অনেক বেশি সাহিত্য সচেতন।।

নিউটন বালা এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

13 মন্তব্য