কবিতা

কবিতা (2559)

সোমবার, 13 মার্চ 2023 23:04

খোকার পাঠশালা

লিখেছেন
“খোকার পাঠশালা”

খোকা যাবে পাঠশালাতে
   করবে লেখাপড়া,
আদর্শকে আকড়ে ধরবে
   জীবন হবে গ
বুধবার, 08 মার্চ 2023 11:11

প্রেমের নদী

লিখেছেন
প্রেমের নদী

প্রেমের নদী দূর অবধি 
 আকাশ পানে ছোটে, 
নদীর জলে সাগর তলে 
 কুসুম কলি ফোট
বুধবার, 08 মার্চ 2023 11:05

অবিমিশ্র জীবন

লিখেছেন
অবিমিশ্র জীবন

অস্থির ইঞ্জিনে শাটল ট্রেন 
গন্তব্য জানা নেই, 
বিবেকের বহ্নিশিখা বাহ
সোমবার, 27 ফেব্রুয়ারী 2023 21:12

অমর

লিখেছেন
মরেও যারা মানব মনে
   স্মরণীয় থাকে,
কর্মই তাকে যুগযুগান্তর 
   অমর করে রাখে। 

মহৎকর্ম 
শনিবার, 25 ফেব্রুয়ারী 2023 22:18

ফাল্গুনের কালো মেঘ

লিখেছেন
ফাল্গুনের কালো মেঘ

ফাল্গুনে মেঘের রঙ পানির রঙ,
বৃষ্টির সুর শুনে উঠে মন সদা বাঁধি র
অন্ধকারে এই ধরণী
   ডুবে ছিল সব,
নূর নবীজীর প্রেরণ করে
   আলো দিলেন রব।

মমতার এক মূর্ত
শুক্রবার, 17 ফেব্রুয়ারী 2023 07:36

রবের অসীম দান

লিখেছেন
অপরূপ ধরা নিয়ামতে ভরা
   ফসলের মাঠে দোলে ধান
    মহান রবের সব দান
নেই কোথা জরা রব হাতে ক
বুধবার, 18 জানুয়ারী 2023 08:21

যুদ্ধ করে জীবন চলে

লিখেছেন
যুদ্ধ করে জীবন চলে

জীবন যুদ্ধের সৈনিক আমি 
   যুদ্ধ যুদ্ধ খেলা, 
জীবন চলে যুদ্ধ করে
   
পাতা 7 এর 214