ভালোবাসা মানে কী! ভালোবাসার মানে কি? নিখাদ ভালোবাসা কভু পাইনি তাই ভালোবাসার মানে খুঁজিনি। বয়সের ধাপে ধাপে পরিবর্তিত হয় ভালোবাসার রূপ পিতা-মাতার ভালোবাসা চিরন্তন সে কী অপরূপ। ভাই-বোনের ভালোবাসা নিতান্তই ফেলনার নয়- স্বামী-স্ত্রীর ভালোবাসা সকলেই ভালো কয়। মাঝেমাঝে সেখানেও ঘটে যায় কিছু ব্যত্যয় ভালোবাসার সংগা কোনোটাই ঠিক নয়। যৌবনের সন্ধিক্ষণে ভালোবাসায় আঁটা রঙিন চশমা বয়োবৃদ্ধি হলে আস্তে আস্তে ভালোবাসা হয় ঝাপসা- আকলে ধকলে ভালোবাসা রূপ নেয় ভিন্নমাত্রা তখনই প্রকৃত ভালোবাসা শুরু হয় নব যাত্রা। বুঝতে হবে সঠিক ভালোবাসা করবে বুঝে শুনে প্রেম কখনই ঠকবে না খুঁজে পাবে নিকষিত হেম। অনেক সময় ভালোবাসার ফাঁদে চলে গণ ধর্ষণ কখনও ভালোবাসার লোভ দেখিয়ে করে অপহরণ- এটা কেমন প্রেম এটা কেমন ভালোবাসা যেখানে থাকে না সত্যিকার প্রেম শুধুই দুরাশা। তাই ভালোবাসা করার পূর্বে কষ্টি পাথরে করো যাচাই ভালোবাসার মুখোস উন্মোচন করে যুবা-যুবতির জীবন বাঁচাই। ভাল বাসা না থাকলে ভালোবাসা হয় না- জানালা দিয়ে পালিয়ে যায়, ভালোবাসা রয় না। বুঝে শুনে সবাই করো ভালোবাসা যুবা-যুবতির কাছে এটাই প্রত্যাশা।
নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
5 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 16 অক্টোবর 2023 03:09 লিখেছেন exellamug
This is a major dissability free samples of priligy
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 23 জুলাই 2023 13:06 লিখেছেন zxbvAh
Although a number of studies have reported a potential correlation of maternal BSp or SFN on preventive effects of different types of human diseases in the offspring 30, 31, precise mechanisms underlying these phenomena remain unknown viagra brand name
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 15 অক্টোবর 2015 14:15 লিখেছেন সুজন হোসাইন
ভালো লাগলো খুব
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 15 অক্টোবর 2015 09:55 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)
দাদু ভাই চলুক কলম জমিয়ে।
আছি আমি সব সময়ে। - মন্তব্যের লিঙ্ক বুধবার, 14 অক্টোবর 2015 07:45 লিখেছেন দ্বীপ সরকার
ভালো লাগলো।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.