সোমবার, 30 নভেম্বর 2015 23:27

আজো ভাবি তোমায়

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আজো ভাবি তোমায় 

শীতের সকাল কুয়াশাচ্ছন্ন 
প্রভাতের রক্তিম সূর্য বতায়নের
গলি পথে আমার আঙিনায়-

ভেবেছি কতবার অনাদরে 
সূর্য কেমন যেনো অনাহারে
মর্তলোকের ভঙ্গিমায়-

দেখি পূবাকাশে নেই
উদিত সূর্য পশ্চিমে হেলানো
বিষন্ন মনে বসি সেখানেই-

দুপুর সেতো বেজায় বিদগ্ধ
শিশির বিন্দু কুয়াশা মাখা ভোর
সমাসন্ন সন্ধ্যা ভীষণ অগ্নিদগ্ধ-

মাটির উর্বর লীলাভূমি
সঙ্গে নিয়ে এলে তুমি
ঘুমের ঘোরে আছি আমি-

পৃথিবী আজো স্বপ্ন নীল
আকাশের দূর সীমানা
বাতাসে ভাসে অনন্ত স্বপ্নিল-

খুঁজে ফিরি অজানায় তোমায়
মেহেদী রাঙানো উত্তপ্ত হাত
স্বপ্নিল থেকে নীল নীলিমায়-

তোমাকে হারিয়ে
আজো খুঁজে ফিরি
দূর কোনো সীমানায় দাঁড়িয়ে
কোথায় চলে গেলে
আমায় একা ফেলে
মৃত্যুর দুয়ারে আছি দাঁড়িয়ে।            
            
753 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক lHqWYEQ শনিবার, 08 জুলাই 2023 18:15 লিখেছেন lHqWYEQ

    is there a generic viagra 10 These human studies indicate that ID alone though not as extreme as in experimental animals may be insufficient to induce changes in muscle bioenergetics

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.