এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 11 জুলাই 2017 18:19

গরুর কাফেলা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                গরুর কাফেলা
 - মণি জুয়েল(Moni Jewel)

ওরা যখন কসাইখানার দিকে নিয়ে যাচ্ছিলো
কি গর্ব না তোমার ফেটে পড়ছিলো মুখে
তুমি ভাবছো ওখানের পোয়ালেই
কেটে যাবে জাবর কেটে

ভাবতে'ই শেখো নি, মৃত্যু তোমার কোথায়!
ড্রাগে আসক্ত একেকটা তোমরা।
এই যে সারা দেশ জুড়ে রক্তের বন্দনা,
সারা পৃথিবী জুড়ে সন্ত্রাস

সুপ্রিয়, প্রতি বিন্দু রক্তপাতের দায়ী তুমিই

এতো মত্যুর দায় তোমার।
তোমার গোচারণ ভোলানো কল্প-স্বপ্ন,
হিপনোটাইজ্ড তোমরা সকলেই।
একবাংলার দুই, কাশ্মীর থেকে গোর্খাল্যান্ড

সমস্ত কিছুরই দায়ী তুমি।
অতঃপর হেঁটেই চলেছো সেইপথে
যে পথে চলে গেছে তোমার বাপ-দাদারা!
তেমনি তোমরা বীর্যানুক্রমে কসাইখানার পথে...

*****11.07.2017-ধুলিয়ান-01:45PM*****            
            
486 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মণি জুয়েল এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা