বুধবার, 28 মার্চ 2018 00:44

আমরা তৃণদল

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমরা তৃণদল

আমরা তৃণদল 
         ও বাবুরা তোমরা কেন
         মারাও মোদের হেন
         সকাল বিকাল। 
         মাটির সাথে থাকি বলে
         তোমরা খেলার ছলে
         রাখো পদতল। 
                             আমরা তৃণদল।
         সকল জ্বালা ব্যথা ভুলে
         নীরব থাকি বলে 
         ভেবো না দুর্বল। 
                             আমরা তৃণদল।
         প্রতিশোধ পারি নিতে 
         রক্ত ঝরিয়ে দিতে 
         তোমার পায়ে 
         কাঁটা হয়ে।
আমরা তৃণদল 
         তোমার ঘরের পাপোশ তো নয়
         ভয় কেন করব তোমায় 
         দেখে কাস্তের আল। 
          
         এ জগৎে মাথা তুলে 
         বাঁচব আজি মোরা 
         গড়ব তিলে তিলে 
         সবুজ বসুন্ধরা।
আমরা ভালোবাসি 
         ধরণী মায়ের চরণ দুটি 
         মা যে মোদের মাটি
         তারে ভালোবাসি।
আমরা তৃণদল 
         না থাকিলে মোরা আজ
         কে ঘোঁচাতে মায়ের লাজ?
         হতে কে আঁচল? 
                ______            
            
553 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 27 এপ্রিল 2018 13:37
শেয়ার করুন

সুবীর পাণ্ডে এর সর্বশেষ লেখা

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.