সোমবার, 24 আগষ্ট 2020 17:05

নারী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সাম্যের গান গাই-
   আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
   বিশ্বে যা-কিছু মহান্‌ সৃষ্টি চির-কল্যাণকর,
   অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
   বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,
   অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
   নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান?
   তারে বলো, আদি পাপ নারী নহে, সে যে নর-শয়তান।
   অথবা পাপ যে-শয়তান যে-নর নহে নারী নহে,
   ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে।
   এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল,
   নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল।
   তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছে যত ফল,
   অন্তরে তার মোমতাজ নারী, বাহিরেতে শা-জাহান।
   জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী,
   সুষমা-লক্ষ্মী নারীই ফিরিছে রূপে রূপে সঞ্চারি’।
   পুরুষ এনেছে যামিনী-শানি-, সমীরণ, বারিবাহ!
   দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হ’য়েছে বধূ,
   পুরুষ এসেছে মরুতৃষা ল’য়ে, নারী যোগায়েছে মধু।
   শস্যক্ষেত্র উর্বর হ’ল, পুরুষ চালাল হল,
   নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল।
   নর বাহে হল, নারী বহে জল, সেই জল-মাটি মিশে’
   ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে।

       স্বর্ণ-রৌপ্যভার,
   নারীর অঙ্গ-পরশ লভিয়া হ’য়েছে অলঙ্কার।
   নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি-প্রাণ,
   যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান।
   নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে’
   জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে!
   জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান,
   মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান্‌।
   কোন্‌ রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে,
   কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
   কত মাতা দিল হৃদয় উপড়ি’ কত বোন দিল সেবা,
   বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
   কোনো কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারী,
   প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী।
   রাজা করিতেছে রাজ্য-শাসন, রাজারে শাসিছে রাণী,
   রাণীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।

    পুরুষ হৃদয়-হীন,
মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ।
ধরায় যাঁদের যশ ধরে না’ক অমর মহামানব,
বরষে বরষে যাঁদের স্মরণে করি মোরা উৎসব,
খেয়ালের বশে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা,-
লব-কুশে বনে ত্যজিয়াছে রাম, পালন ক’রেছে সীতা।
নারী সে শিখা’ল শিশু-পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া,
দীপ্ত নয়নে পরা’ল কাজল বেদনার ঘন ছায়া।
অদ্ভুতরূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ,
বুকে ক’রে তারে চুমিল যে, তারে করিল সে অবরোধ!
    তিনি নর-অবতার-
পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি’ কুঠার।
পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর-
নারী চাপা ছিল এতদিন, আজ চাপা পড়িয়াছে নর।
    সে যুগ হয়েছে বাসি,
যে যুগে পুরুষ দাস ছিল না ক’, নারীরা আছিল দাসী!
বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি,
কেহ রহিবে না বন্দী কাহারও , উঠিছে ডঙ্কা বাজি’।
নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে
আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে!
     যুগের ধর্ম এই-
পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।

    শোনো মর্ত্যের জীব!
অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব!
স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের যক্ষপুরীতে নারী
করিল তোমায় বন্দিনী, বল, কোন্‌ সে অত্যাচারী?
আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা,
আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা!
চোখে চোখে আজ চাহিতে পার না; হাতে রুলি, পায় মল,
মাথার ঘোম্‌টা ছিঁড়ে ফেল নারী, ভেঙে ফেল ও-শিকল!
যে ঘোমটা তোমা’ করিয়াছে ভীরু, ওড়াও সে আবরণ,
দূর ক’রে দাও দাসীর চিহ্ন, যেথা যত আভরণ!

        ধরার দুলালী মেয়ে,
ফির না তো আর গিরিদরীবনে পাখী-সনে গান গেয়ে।
কখন আসিল ‘প্নুটো’ যমরাজা নিশীথ-পাখায় উড়ে,
ধরিয়া তোমায় পুরিল তাহার আঁধার বিবর-পুরে!
সেই সে আদিম বন্ধন তব, সেই হ’তে আছ মরি’
মরণের পুরে; নামিল ধরায় সেইদিন বিভাবরী।
ভেঙে যমপুরী নাগিনীর মতো আয় মা পাতাল ফুঁড়ি’!
আঁধারে তোমায় পথ দেখাবে মা তোমারি ভগ্ন চুড়ি!
পুরুষ-যমের ক্ষুধার কুকুর মুক্ত ও পদাঘাতে
লুটায়ে পড়িবে ও চরন-তলে দলিত যমের সাথে!
এতদনি শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে,
যে-হাতে পিয়ালে অমৃত, সে-হাতে কূট বিষ দিতে হবে।
   সেদিন সুদূর নয়-
যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়!            
            
1854 বার পড়া হয়েছে
শেয়ার করুন
কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম (মে ২৪, ১৮৯৯ – আগস্ট ২৯, ১৯৭৬) অগ্রণী বাঙালি কবি, বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তাঁর কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তাঁর প্রবেশ, ধূমকেতুর মতো তাঁর প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে –- কাজেই "বিদ্রোহী কবি", তাঁর জন্ম ও মৃত্যু বার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতে প্রতি বৎসর উদযাপিত হয়ে থাকে। নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে সম্মানিত মুয়াযযিন হিসেবে কাজও করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। এসময় তিনি কলকাতাতেই থাকতেন। এসময় তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। প্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মত কবিতা; ধূমকেতুর মত সাময়িকী। জেলে বন্দী হলে পর লিখেন রাজবন্দীর জবানবন্দী, এই সব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। ধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত ভারতীয় জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। বাংলা কাব্যে তিনি এক নতুন ধারার জন্ম দেন। এটি হল ইসলামী সঙ্গীত তথা গজল, এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামাসংগীত ও হিন্দু ভক্তিগীতিও রচনা করেন। নজরুল প্রায় ৩০০০ গান রচনা এবং অধিকাংশে সুরারোপ করেছেন যেগুলো এখন নজরুল সঙ্গীত বা "নজরুল গীতি" নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়। মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন। (উৎসঃ উইকিপিডিয়া)

কাজী নজরুল ইসলাম এর সর্বশেষ লেখা

180 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক ManuelAcult বুধবার, 02 আগষ্ট 2023 07:57 লিখেছেন ManuelAcult

    Thanks a lot, Plenty of stuff!
    buy essays cheap buy essay pay someone to write paper essay for sale
    write a research paper write a research paper write my research paper how to write a scientific paper
    online dissertation writing service https://quality-essays.com

  • মন্তব্যের লিঙ্ক OscarsHebra মঙ্গলবার, 01 আগষ্ট 2023 17:38 লিখেছেন OscarsHebra

    Superb data. Cheers!
    top rated essay writing service college papers writing service custom essay service executive resume writing service

  • মন্তব্যের লিঙ্ক ManuelAcult সোমবার, 31 জুলাই 2023 22:05 লিখেছেন ManuelAcult

    You expressed that adequately.
    essay writers online who can write my essay essay writer no plagiarism professional essay writers
    essay services essay writing topics in english essay writing service review best executive resume writing service
    how to write a satirical essay https://buycheapessaysonline.com

  • মন্তব্যের লিঙ্ক ShaenCrymn সোমবার, 31 জুলাই 2023 18:26 লিখেছেন ShaenCrymn

    Nicely put. Many thanks.
    writing a college application essay paper writing services for college students admission essay writing service trusted essay writing service

  • মন্তব্যের লিঙ্ক ManuelAcult রবিবার, 30 জুলাই 2023 11:09 লিখেছেন ManuelAcult

    Superb information. Cheers.
    buy essay papers buy an essay online where to buy essays online pay for essay
    dissertation writing service dissertations online buy dissertations phd weight loss
    college essay word limit https://paperwritingservicecheap.com

  • মন্তব্যের লিঙ্ক ShaenCrymn রবিবার, 30 জুলাই 2023 07:56 লিখেছেন ShaenCrymn

    Cheers! Quite a lot of material.
    medical school personal statement free writing assistant the college essay guy how to write a college essay

  • মন্তব্যের লিঙ্ক ShaenCrymn মঙ্গলবার, 25 জুলাই 2023 20:48 লিখেছেন ShaenCrymn

    Reliable forum posts. Many thanks.
    essay write write my research paper for me essay writer help me write my essay

  • মন্তব্যের লিঙ্ক pOFUxOmG বৃহষ্পতিবার, 06 জুলাই 2023 03:03 লিখেছেন pOFUxOmG

    buying priligy online What to do this time around

  • মন্তব্যের লিঙ্ক Lolitamus বৃহষ্পতিবার, 06 জুলাই 2023 00:40 লিখেছেন Lolitamus

    জেভিল 6.0 স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ ধরণের ক্যাপচা সমাধান করুন,
    এ জাতীয় ক্যাপচা সহ: ReCaptcha v.2, ReCaptcha-3, Hotmail (Microsoft), FunCaptcha, HCaptcha, Google captcha, Solve Media, BitcoinFaucet, Steam, +12000
    + hCaptcha, ReCaptcha Enterprise, FunCaptcha নতুন জেভিল 6.0 এ সমর্থিত!

    1.) দ্রুত, সহজ, সুনির্দিষ্টভাবে
    জেভিল বিশ্বের দ্রুততম ক্যাপচা হত্যাকারী. তার কোন সমাধান সীমা, কোন থ্রেড সংখ্যা সীমা আছে
    আপনি প্রতিদিন 1.000.000.000 ক্যাপচা সমাধান করতে পারেন এবং এটির জন্য 0 (শূন্য) মার্কিন ডলার ব্যয় হবে! শুধু জন্য লাইসেন্স কিনতে 59 ডলার এবং সব!

    2.) বেশ কয়েকটি এপিআই সমর্থন
    জেভিল 6 টিরও বেশি বিভিন্ন, বিশ্বব্যাপী পরিচিত এপিআই সমর্থন করে: 2Captcha, anti-captchas.com (antigate), rucaptcha.com, death-by-captcha, etc.
    এইচটিটিপি অনুরোধের মাধ্যমে কেবল আপনার ক্যাপচাটি প্রেরণ করুন, কারণ আপনি যে কোনও পরিষেবাতে প্রেরণ করতে পারেন-এবং জেভিল আপনার ক্যাপচাটি সমাধান করবে!
    সুতরাং, এক্সভিল এসইও/এসএমএম/পাসওয়ার্ড পুনরুদ্ধার/পার্সিং/পোস্টিং/ক্লিক/ক্রিপ্টোকারেন্সি/ইত্যাদির জন্য শত শত অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ

    3.) দরকারী সমর্থন এবং ম্যানুয়াল
    কেনার পরে, আপনি একটি ব্যক্তিগত প্রযুক্তি অ্যাক্সেস পেয়েছেন.সাপোর্ট ফোরাম, উইকি, স্কাইপ / টেলিগ্রাম অনলাইন সমর্থন
    বিকাশকারীরা বিনামূল্যে এবং খুব দ্রুত আপনার ক্যাপচায় জেভিলকে প্রশিক্ষণ দেবে - কেবল তাদের উদাহরণ প্রেরণ করুন

    4.) জেভিল পূর্ণ সংস্করণ বিনামূল্যে ট্রায়াল ব্যবহার পেতে কিভাবে?
    - গুগলে অনুসন্ধান করুন "Home of XEvil"
    - আপনি জেভিল ব্যবহারকারীদের খোলা পোর্ট 80 সহ আইপিএস পাবেন (নিশ্চিত করতে যে কোনও আইপিতে ক্লিক করুন)
    - আপনার ক্যাপচাটি 2 ক্যাপচা এপিআই আইএনওর মাধ্যমে সেই আইপিগুলির মধ্যে একটি পাঠানোর চেষ্টা করুন
    - আপনি যদি খারাপ কী ত্রুটি পেয়ে থাকেন তবে কেবল অন্য আইপি ট্রু করুন
    - উপভোগ করুন! :)
    - (এটি এইচক্যাপচার জন্য কাজ করে না!)

    সতর্কতা: ফ্রি জেভিল ডেমো রিক্যাপচা, এইচসিএপচা এবং অন্যান্য ধরণের ক্যাপচা সমর্থন করে না!

    http://XEvil.Net/

  • মন্তব্যের লিঙ্ক Lolitamus রবিবার, 11 জুন 2023 14:59 লিখেছেন Lolitamus

    জেভিল 6.0 স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ ধরণের ক্যাপচা সমাধান করুন,
    এ জাতীয় ক্যাপচা সহ: ReCaptcha v.2, ReCaptcha v.3, Hotmail, FunCaptcha, hCaptcha, Google captcha, Solve Media, BitcoinFaucet, Steam, +12000
    + hCaptcha, ReCaptcha Enterprize, Fun Captcha নতুন জেভিল 6.0 এ সমর্থিত!

    1.) দ্রুত, সহজ, সুনির্দিষ্টভাবে
    জেভিল বিশ্বের দ্রুততম ক্যাপচা হত্যাকারী. তার কোন সমাধান সীমা, কোন থ্রেড সংখ্যা সীমা আছে
    আপনি প্রতিদিন 1.000.000.000 ক্যাপচা সমাধান করতে পারেন এবং এটির জন্য 0 (শূন্য) মার্কিন ডলার ব্যয় হবে! শুধু জন্য লাইসেন্স কিনতে 59 ডলার এবং সব!

    2.) বেশ কয়েকটি এপিআই সমর্থন
    জেভিল 6 টিরও বেশি বিভিন্ন, বিশ্বব্যাপী পরিচিত এপিআই সমর্থন করে: 2captcha.com, anti-captchas.com (antigate), RuCaptcha, DeathByCaptcha, etc.
    এইচটিটিপি অনুরোধের মাধ্যমে কেবল আপনার ক্যাপচাটি প্রেরণ করুন, কারণ আপনি যে কোনও পরিষেবাতে প্রেরণ করতে পারেন-এবং জেভিল আপনার ক্যাপচাটি সমাধান করবে!
    সুতরাং, এক্সভিল এসইও/এসএমএম/পাসওয়ার্ড পুনরুদ্ধার/পার্সিং/পোস্টিং/ক্লিক/ক্রিপ্টোকারেন্সি/ইত্যাদির জন্য শত শত অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ

    3.) দরকারী সমর্থন এবং ম্যানুয়াল
    কেনার পরে, আপনি একটি ব্যক্তিগত প্রযুক্তি অ্যাক্সেস পেয়েছেন.সাপোর্ট ফোরাম, উইকি, স্কাইপ / টেলিগ্রাম অনলাইন সমর্থন
    বিকাশকারীরা বিনামূল্যে এবং খুব দ্রুত আপনার ক্যাপচায় জেভিলকে প্রশিক্ষণ দেবে - কেবল তাদের উদাহরণ প্রেরণ করুন

    4.) জেভিল পূর্ণ সংস্করণ বিনামূল্যে ট্রায়াল ব্যবহার পেতে কিভাবে?
    - গুগলে অনুসন্ধান করুন "Home of XEvil"
    - আপনি জেভিল ব্যবহারকারীদের খোলা পোর্ট 80 সহ আইপিএস পাবেন (নিশ্চিত করতে যে কোনও আইপিতে ক্লিক করুন)
    - আপনার ক্যাপচাটি 2 ক্যাপচা এপিআই আইএনওর মাধ্যমে সেই আইপিগুলির মধ্যে একটি পাঠানোর চেষ্টা করুন
    - আপনি যদি খারাপ কী ত্রুটি পেয়ে থাকেন তবে কেবল অন্য আইপি ট্রু করুন
    - উপভোগ করুন! :)
    - (এটি এইচক্যাপচার জন্য কাজ করে না!)

    সতর্কতা: ফ্রি জেভিল ডেমো রিক্যাপচা, এইচসিএপচা এবং অন্যান্য ধরণের ক্যাপচা সমর্থন করে না!

    http://XEvil.Net/

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.