শনিবার, 05 সেপ্টেম্বর 2020 12:28

গোলক ধাঁধা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                গোলক ধাঁধা



আজও কাটলো না মনের দ্বীধা,
কে ভগবান কেই বা খোদা,
কে করিলো তাঁদের যুদা,
সৃষ্টি কর্তা যদি হয় এক ঈশ্বর।
তবে ভিন্ন ভিন্ন কেন তাঁদের ঘর,
এই দেশে যা ঈশ্বরিক বাণী,
অন্য দেশে তা কেনো হারাম শুনি,
কুরআন, গীতা,বাইবেলে ফরমালেন তিনি,
সব যুগে,সব গৌএে,সব জাতে,
পথ পর্দশক পাঠাইছেন তিনি,
একেক দেশে একেক কালাম,
ভিন্ন কেন তয় আচার বিধান,
সবার উপর মানবতা,
সব ধর্মের ইহা মর্মো  কথা,
মানুষ এর জন্য এই ধর্মের বার্তা,
অধার্মিক কি বুঝবেরে তায়,
না বুঝিয়া ধর্মের মর্মো কথা,
সমাজে গোল বাঁধায় তাঁরা,
কর্ম দ্বারা ধর্ম কে যে করিলো প্রতিষ্ঠা,
মানবতায় তাঁর হয়েছে নিষ্ঠা।            
            
496 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 05 সেপ্টেম্বর 2020 20:23
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক JquPCbkrI শনিবার, 21 অক্টোবর 2023 07:06 লিখেছেন JquPCbkrI

    Monitor Closely 1 iron dextran complex will decrease the level or effect of sarecycline by inhibition of GI absorption levitra comprar en espana

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.