শনিবার, 14 মার্চ 2015 00:42

রাজার রাজা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                হে আমার মাতৃভূমির সতত জননী 
আমায় ক্ষমা করে দিও
তোমার গোপন অশ্রু যদি মুছাতে না পারি
আমায় ক্ষমা করে দিও
যত আছ মহৎ, সতত, জ্ঞানী
এ দুখের বাণী,
দেশদ্রোহী হতে তোমাদের মুক্ত করতে পারিনি।
আমি সঙ্গকীত, আমি লজ্জীত,
জাতির জাগতিক বর্ণমালা যাদের
শিখাতে পারিনি
আমায় ক্ষমা করে দিও
হে ভোরের প্রভাতের কৃষাণ
তোমার কৃষির উর্বতার উপাদান
পর্যাপ্ত সময়ে দিতে পারিনি।
আমি রাজা বা রাণী, যাই হই
তবে আমি তোমাদের গোলাম
তোমরা প্রজা কভু প্রহারের প্রাপ্য নও
যত আছে দুখের দহন
সইবে আমার অঙ্গন
দিতে পার অনায়সে আমার অঙ্গে।
ভেবোনা আমি তোমাদের রাজা
ভেবে নিও এ গোলাম তোমাদের সেবক।
অতঃপর মানবের ভ্রান্তি আছে
সে হতে আমিও নই মিছে,
আমায় ক্ষমা করে দিও
অনাঙ্গে যদি শাসনের নামে
শোসন কেউ করে
মনে রেখো আমি সত্যের জন্য কঠিণ কঠোর
সে হোক পুত্র আমার,
সে হোক মিত্র আমার,
অন্যায়ের কাঠগড়ায় সবাই সমান্তরাল।
মায়া মমতার কাছে নত শির হয়ে
বলিষ্ট আদেশ অক্ষুন্নতা রবে সত্যের কাছে।
আমি কোন রাজা নই
তবে রাজার রাজা।
আমি নিশিতে ঘুরে দেখব আমার দেশটা
কেউ অনাহারে কাতর হয়ে
নিরবে দেয় কি অভিশাপ,
কেউ নিরাশায় নিভৃতে করে অনুতাপ।
ভয় হয় শুধু ভয় হয়
পরকাল পরে আল্লাহর দরবারে
কি করে দিব আমি সেই হিসাব।
আমায় ক্ষমা করে দিও
হে জাগ্রত নবীন
স্বদেশের মহত্ব যদি
প্রসার করতে না পারি হিতে।
গীতে সঙ্গীতে, কাব্যে, সাহিত্যে
নিষ্ঠার ন্যায় নীতি, পরিধি
সর্বত্রের পরতে পরতে চাইব আমি ক্ষমা।
কারণ আমি কোন রাজা নই
তবে রাজার রাজা।
788 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ওবাইদুল হক

আমি লিখতে চাই সবার সাথ থাকতে চাই। আমি ভালোবাসি আমার বাংলাদেশ, ভাষা ও মাকে। আমি নিজকেই নিজে এখনও চিনতে পারিনি।

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.