বুধবার, 25 আগষ্ট 2021 01:26

চুপচাপ

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                চুপচাপ 


১.
হৃদয়ে নিবিড় কান্না 
নীরব চুপচাপ মন,
ভুলে থাকে এখন 
পাওনা আয়োজন!

২.
তোতা কি ময়না
আর কথা হয়না,
আর কথা কয়না
নেই আর বায়না! 

৩.
বৃষ্টি জাগা রাতে 
বৃষ্টির কি রিনিঝিনি,
এখন শুনতে পায়না 
ছন্দহীন মৌ রানী!

৪.
হায়রে বিষাক্ত প্রেম
আহা গভীরে কালি,
ফুল হীন বাগান 
মূল্যহীন বনমালী। 

৫.
কপালে চার ভাজ 
বিবেকহীন সাজ,
বাহ্ অসাড় দেহে 
পড়ে আকাশি বাজ।

৬.
দন্দ ছন্দ হীন বুক
চুপচাপ আবেগি ক্ষণ,
পুড়ছে অভিমান  
উপবাসী চুপচাপ মন।
------------------------------
২৩/০৮/২১
রাত ১২.১৫
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।            
            
384 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক NADJDFVZ বুধবার, 29 নভেম্বর 2023 17:40 লিখেছেন NADJDFVZ

    generic cialis from india mRNA specimens were isolated from cells grown on 60 mm dishes using RNAqeous 4PCR kit Life Technologies Ambion, Austin, TX and converted to cDNA with iScript cDNA synthesis kit BioRad, Hercules, CA

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.