এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 23 মে 2015 02:53

মানবতা তোমাদের মাঝে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তোমাদের শুধু একটাই অপরাধ, জন্ম নিয়েছ তোমরা গরিবের ঘরে 
তোমাদের অপরাধ তোমরা ভাবতে শেখনী
ক্ষুধার জ্বালা নিয়ে বর্বরের মত ঘুরে বেড়াও এ পথ থেকে ও পথে ।

তোমাদের মাঝে ভাবুক বলে কোন কথা নেই
এক কথাই তোমরা হতে পারো দাস আবার এক কথাই চালাতে পারো
অন্যের বুকে গুলী ডেকে আনতে পারো নিজেরাই নিজেদের সর্বনাশ ।

তোমাদের কেন এতো রুপ ! একবার সাজ কাঙ্গালের সাজে আবার
সৈনিকের মত কাঁপাও বুক তবে পারবেনা কেনো এবার!
ছিড়ে ফেলো জঙ্গি রশি, যেমন জয় করেছিলে লাঠি আর মশাল হাতে এই দেশ
যুদ্ধ করো তোমরা কেনো তাকিয়ে থাকবে অন্যের পথ চেয়ে !

কেনো কাঁদছ ,তোমরা মানবতা চাইছ!
কিসের মানবতা কে ছুটবে তোমাদের জন্যে
মানবতার শিকল তোমাদের হারে,
নিজেরাই পারো নিজেদের হয়ে লড়তে মরতে গড়তে
তবে কেনো তাকিয়ে আছ ,
মার নতুবা মর জয় পরাজয় তোমাদের হাতে ।

তোমাদের আহাজারি শুনবেনা কোন দেশ তোমাদের এই পথে আসবেনা কেহ
শুধু দূর থেকে দাড়িয়ে বলবে বেশ বেশ সংবর্ধনা হবে তোমাদের ।
তোমাদের জন্যে চলবে নানান আয়োজন তবে সময় লাগবে ফিরতে তোমাদের
ক্ষুধার জ্বালা নিয়ে যখন ছাড়বে এই পৃথিবী তখন ফিরে আসবে তোমাদের
মানবতা আর মানবতার উদ্ধারের গাড়ি ।

তাই গর্জে ওঠো গরীবের দল শক্তি নিয়ে হাতের মুঠে
লড়বে মরবে তবুও হার মানবেনা কিছুতে ।
যেমন এনেছ এই বাংলার নাম খাঁটি করে মাটি
আজ নিজেরাই গর্জে ওঠো শক্ত হাতে! হাতের বাহুতে বেঁধে নাও টুকরো কাপড় ।
যাদের আশা করছ তোমরা তাঁদের ভয়ে কাঁপে প্রাণ ,
মানবতা বলতে কিছু নেই আছে শুধু মানবতার নাম ।
824 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

7 মন্তব্য