রা-এর কবিতা রাগ রাগিণী রাখেনা রাজভাষা রাস্তায় রাস্তায় রাজার রাজনীতি রাতভর রাখে রাক্ষুসে রসালাপ। রাজার রাখাল রাঙায় রাজপথ রাখে রাইফেল রাত্রিবেলা রাত্রান্ধ রাহুগ্রহে রাধা-কৃষ্ণ রাজন্যক। রাতে রাঘব রাহুগ্রস্ত রাজেন্দ্রাণী রাজ্যজয় রাজপাট রাতে রাতে রামায়ণ রাগে রাখে রাজভাগ। এক প্রকার রাগে পাগলামী করা।
নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
6 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 09 জুলাই 2023 12:16 লিখেছেন MkJBHclJm
1994 Dec; 52 12 3271 8 viagra vs cialis Before adding your lidocaine, however, it is important to remove 12 ml of fluids from the bag
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 01 জুন 2023 03:25 লিখেছেন emaiggide
CRF induced elevation in serum TNF О± of male rats was abolished when the animals were treated with E 2, while OVX exaggerated TNF О± response buy cialis online without a prescription
- মন্তব্যের লিঙ্ক মঙ্গলবার, 26 মে 2015 10:50 লিখেছেন হুমায়ুন আবিদ
ভাল লাগলো ভালবাসা রইলো
- মন্তব্যের লিঙ্ক মঙ্গলবার, 26 মে 2015 08:47 লিখেছেন মোঃ আবু সাইদ সরকার
সুন্দর প্রচেষ্টা। অপরাধ এর থাকলো বাঁকি ধ।
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 25 মে 2015 20:53 লিখেছেন সুজন হোসাইন
অনেক সুন্দর দাদু ভাই
বেশ ভালো লাগলো তাই
দারুণ প্রকাশ ভঙ্গি দাদু ভাই
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.