বুধবার, 15 জুলাই 2015 09:11

নিভৃতে একটি ছেলে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                জোছনা খ্যালে 
	মেঘের সাথে,
ধুসর রঙের 
	মেঘলা রাতে।

একটি ছেলে 
	একলা ছিলো
স্বপ্নগুলো 
	উড়িয়ে গেলো।

বায়ু শিরশির 
	বুকের ভিতর
প্রাপ্তিরা সব 
	কাটলো আঁচড়।

ঘুম-পাড়ানি 
	স্বপ্ন পরী
ঘুম ছড়ালো 
	আকাশ জুড়ি।

একলা জাগা 
	সেই ছেলেটি
ঘুম হারিয়ে 
	সে পেলো কী?

যোগ বিয়োগের 
	হিসেব কষে
ফলাফলটা 
	শূন্য শেষে।

অনেক চাওয়া 
	চাওয়াই র'লো
পাওনারা সব 
	না ফিরিলো। 

একটি হুতুম 
	বুকে আসি
চোখের পাতা 
	দিলো ভাসি।

(পর্ব বিন্যাস ৪+৪+৪+৪=১৬মাত্রা)            
            
915 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 16 জুলাই 2015 00:44
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক BZYHch মঙ্গলবার, 11 জুলাই 2023 10:00 লিখেছেন BZYHch

    buy cheap generic cialis uk In breast cancers, androgen receptor AR is more widely expressed than estrogen receptor alpha ER or progesterone receptor PR, and AR has recently emerged as a useful marker for the further refinement of breast cancer subtype classification 1, 2

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.