কবিতা

কবিতা (2565)

মঙ্গলবার, 14 জুলাই 2015 03:02

লাল শাড়ির অপ্সরী-৫ (পঞ্চম)

লিখেছেন
এই দেখোনা এইযে নীরব রাতে
তুমি শুধু আমার কল্পনাতে
আমার দিকে চেয়ে থাকো 
হাত তুলে ফের 
মঙ্গলবার, 14 জুলাই 2015 02:55

লাল শাড়ির অপ্সরী-৪ (চতুর্থ)

লিখেছেন
গভীর রাতে একলা আমি জেগে আছি
আজ মনে হয় তোমার সাথে একটু নাচি
নাচবে তুমি সাথে আমি কেমন 
সোমবার, 13 জুলাই 2015 15:17

সেদিন

লিখেছেন
সেদিন আকাশ ছিল ভারি
পাথর কেঁদেছিল বৃষ্টিতে।

বাতাসের সাথে ছিল আড়ি 
কথা হয়েছিল শু
রবিবার, 12 জুলাই 2015 19:56

লতিফা

লিখেছেন
চলে এসো শ্রাবণে
---
-------সুজন হোসাইন
---
চলো ভিজে যাই শ্রাবণ জলে
রিনি-ঝিনি বৃষ্টিতে
ঝিম 
রবিবার, 12 জুলাই 2015 19:54

লতিফা

লিখেছেন
লতিফা--অচেনা মুখ
---
-------সুজন হোসাইন
---
হেমন্ত রাত্রির বিবর্ণ পথে পথে
চুপি চুপি ডুবে যা
রবিবার, 12 জুলাই 2015 19:18

কাল আর কতকাল

লিখেছেন
তুই চলে গেলি

সময় হয়েছিলো যাওয়ার
হয়তো!
হয়তো বা তার আগেই

কেউ ডেকেছিলো ইশারাই
হয়তো!
রবিবার, 12 জুলাই 2015 13:11

রুখতে হবে

লিখেছেন
রুখতে হবে

অহরহ রাস্তায়
পরে থাকে
গলা কাটা লাশ-
স্কুলে যাওয়া
শিশু ফেরেনা
এ কোন আভাষ?
রবিবার, 12 জুলাই 2015 13:08

নদী তব বালিকা বধু

লিখেছেন
নদী তব বালিকা বধু

শীতলক্ষা নদী বহে নিরবধি বাঁকে
বহু তরী পাল তুলে তব ছবি আঁকে
বাঁকে 
পাতা 156 এর 214