শুক্রবার, 09 অক্টোবর 2015 21:13

রজনীর শেষান্তে।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                রজনীর প্রায় শেষান্তে,
মধুর সুরে বাঁশি বাঁজে,,
সে সুরেতে শুধু-
আমারি নাম লয়,,
অহু কোন সে প্রেম!!
আড়ালে থেকে আমায় ডাকে।

চিন্তায় অথৈই সাগরে আজ হারিয়ে,
আমারি বসতির আঙ্গিণায়,,
চুপেচুপে ছুটি সুরঙ্গপথ বেয়ে।
কাছে গেলে ছুঁতে সে-নাহি দেয়,
শুধু বাজাতে চাই বাঁশি শখে।

চোখের নজর ওসে,
ফেলে আমারি সনে,,
বাঁশি বাজাতে ভালবাসে।
তবে রাখবে কি আমায়-তারি স্মরণে?!!
মুচকি হাঁসে সে-সুরেরি পাঁকে পাঁকে।            
            
769 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

এই বিভাগে আরো: « তুমি চাইলে শাসন চলছে »

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.