সোমবার, 30 নভেম্বর 2015 19:44

সর্গীয় বাঁধন।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                নিজেরি গতিপথে চলতে চাই,
তবুও তা-পারি না।
শতকের বিড়ে পড়েছি,
উড়াল ডানা আজ মেলেছি।
আপন জগৎ পথ যেন খুঁজে পায়- 
 লুকাই না কবু যেন ধুলির বেলায়।
ওই নীলাকাশের চাঁদরূপ,
যেন আমারি মরণ ঝোপ।
যদি ভুলাইতে চাই,
সে বাঁধন-
যে বাঁধনে সর্গ আমি খুঁজে পায়।
নীল রাঙ্গা কাপড়ের ছাতা,
মাথার উপর দেখিয়া কবু-
তাকে আমি আকাশ ভাবিনা।
আমি আকাশ ভাবি তাঁকে,
সুবহানের যেটা মহান সৃষ্টি-
যেটা হতে পড়ে বৃষ্টিজল,
যাঁহার নিচে সকল গ্রহ-উপগ্রহ সহ,
সকল জীবের বসবাস। 
আমি মহাদেব বৃহৎ পেট পূজারি নই,
সর্ব পূজারির সৃষ্টিকর্তাই আমার রব-
আমি তাঁহারে মানি-
মান্নত করি তাঁরি নামে,
ভয় করি তাঁহারি শেষ দিবস।
তাঁহার প্রতি অকৃতজ্ঞ আমি নই।            
            
727 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.