মঙ্গলবার, 22 ডিসেম্বর 2015 10:59

সে আহার্য তল্লাশি।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বন্ধুত্বের বন্ধন হউক-
রূহানী সম্পর্ক, দেহের নয়।
মরেও অমর রূহের বন্ধন।
পাখিরা তো মহৎ,
মায়াবী যার স্বর-
ডানা মেলে উড়ে বেড়ানো,
আর গাছে বাসা বাঁধা বা-
গাছ গহ্বরে বাসা বাঁধাই তার কাজ।
সে কি জানত কবু!!?
সেই গাছের রঙ্গিলা পাতার মাঝে-
হা করে থাকা ছিদ্রটি যে সাপের মুখ!!!!
যে প্রাকৃতিক সভ্যতা বজায় রাখতে গিয়ে,
তাকে দিতে হল নিজ প্রাণ-
হতে হল নিজেকে সাপের আহার্য।
সাপেরো কি দোষ!!!
জীবন ধারণে সকলে আহার্য তল্লাশি।            
            
739 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 25 ডিসেম্বর 2015 11:17
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.