বুধবার, 03 ফেব্রুয়ারী 2016 12:44

প্রাপ্তিতে সুখ,অপ্রাপ্তিতে চির দুখ।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                প্রাপ্তিতে সুখ,অপ্রাপ্তিতে চির দুখ।
হাত রাঙ্গাব মেহেদীর রঙ্গে-
না হয় রক্তে।
মুনিবের দপ্তরে নাম লিখাব,
নাহয় খুনির দপ্তরে।
যাঁহারা কেড়ে নিতে চায়,
আমার চির হাসি-
নিত্য নয় একিবার লাগাব,
তাঁদের গলায় মরণ ফাঁসি।

চিরদিন হাসিতে আমায় রাখো,
খুশিতে এই মন-
পূর্ণ কর।
ভালবাসাতে আমায় গ্রহণ কর,
একদিন নয়-
হাজারদিন সুখে রাখো।
হারিয়ে যেওনা কবু-
এই হৃদয় হতে,
যে হৃদয়ে শূন্যতা সদায়-
তোমায় পেতে।
গোপনে না থেকে-
আসু সামনে-
রাখোগো আমায় আচলে বেঁধে।
তবে সর্গে-
তোমায় রাখিব।
স্বপ্ন সাঁজাব রঙ্গে রঙ্গে।
চির সাথী হয়ে থাকো-
আমারি সঙ্গে সঙ্গে।
সুভাস ছড়াব তোমারি-
অঙ্গে অঙ্গে।            
            
738 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 03 ফেব্রুয়ারী 2016 12:52
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.