বৃহষ্পতিবার, 20 আগষ্ট 2020 23:47

লাশ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                আমার যখন মরণ হবে
বন্ধ হবে শ্বাস,
কেউ নিবে না নামটি আমার
বলবে কোথায় লাশ।

কেউ খুড়বে কবর আমার
কেউ কাটবে বাঁশ,
কেউ বলবে জলদি করো
কষ্ট পাচ্ছে লাশ।

কান্না কাটি করবে সবাই
বাচার নাইতো আশ,
সবাই এসে দেখবে শুধু
আমার মরা  লাশ।

কেউ করবে বড়ই পাতায়
হাড়িতে গরম পানি,
কেউ বলবে দেখাও আমায়
লাশের মুখ খানি।

কেউ কেঁদে বুক ভাসাবে
ফেলবে দীর্ঘ শ্বাস,
কেউবা আবার সাদা কাপড়ে
মোড়াবে আমার লাশ।

চার জনাতে ঘারে নিয়ে
হাটবে পাশ পাশ,
কেউ বলবে আস্তে করে
কবরে নামাও লাশ।

ডানে বায়ে নীচে মাটি
ছাউনি হবে বাঁশ,
চীর নিদ্রায় ঘুমিয়ে থাকবো
থাকবো না আর লাশ।

কবর দিয়ে সবাই যাবে
আমি কবর বাস,
সেদিন থেকে খুঁজবে কবর
খুঁজবে না আর লাশ।            
            
432 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 20 আগষ্ট 2020 23:55
শেয়ার করুন
মোঃ মশিয়ার রহমান (মশি)

১৬ জুলাই ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সরকার রহিম উদ্দিন আহমেদ একজন প্রাইমারী স্কুল শিক্ষক ছিলেন এবং মাতা মিসেস মজিরন বেগম একজন গৃহিনী। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী একাডমী থেকে এস এস সি এবং নাগেশ্বরী মহাবিদ্যালয় থেকে এইস এস সি কৃতিত্বের সাথে পাশ করেন। ৩১ ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরীরত অবস্হায় তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। দীর্ঘ ৩২ বছর অতি নিষ্ঠা সততা এবং সুনামের সাথে চাকুরী সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০১৮ অবসর গ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা এবং সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। অবসর গ্রহণের পর তিনি লেখা লেখির প্রতি আত্ন নিয়োগ করেন। তাঁর বেশ কিছু কবিতা পাঠক মহলে বেশ আলোরণ সৃষ্টি করেছে। তাঁর সুস্হ্য সুন্দর জীবন এবং সফলতা ও উন্নতি কামনা করছি।

মোঃ মশিয়ার রহমান (মশি) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক Unrella শুক্রবার, 03 নভেম্বর 2023 06:17 লিখেছেন Unrella

    To further analyze cell death in macrophages, J774A purchasing cialis online The list of peer reviewers follows

  • মন্তব্যের লিঙ্ক QNfZjk বুধবার, 02 আগষ্ট 2023 18:49 লিখেছেন QNfZjk

    Serious Use Alternative 1 neomycin PO increases effects of vecuronium by pharmacodynamic synergism cheap viagra and proscar Similarly, the T E ratio decreased in this group after starting CC, indicating that although both testosterone and estradiol levels increased with CC treatment, the increase in estradiol levels outpaced the increases in testosterone

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.