শুক্রবার, 21 আগষ্ট 2020 14:53

ছোট বেলার স্মৃতি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ছোট বেলার দিনগুলি কি 
ভোলা সহজ এত,
মুক্ত স্বাধীন ছুটে চলা 
প্রজাপতির মত।

নানান ছুঁতোয় বৃষ্টি ভিজে 
পেতাম অনেক মজা,
রাগ করে মা কানে ধরে
আমায় দিতেন সাজা।

পুকুর জলে সাঁতার কাটা 
ডুবা ডুবি খেলা,
বিলের মাঝে ছেড়ে দিতাম 
কলা গাছের ভেলা।

বিলের মাঝে থোকা থোকা 
শাপলা পদ্ম ফুল,
বন্ধুরা সব নিতাম ছিড়ে 
খুশিতে মশগুল।

কলা পাতার ছাউনি দিয়ে 
বানানো সেই ঘরে,
কেউ বা কাঁদতাম কেউ বা হাসতাম 
ভেঙ্গে গেলে পরে।

কলার ঢোঙ্গায় নিত্তি পাল্লায় 
মিছে বেঁচা কেনা,
কাঁঠাল পাতার বিনিময়ে 
মিটাতাম লেনা দেনা।

চৈত্র মাসে শুকনা পুকুর 
শুকনা নদী নালা,
স্যালো মেশিনে গোসল দেয়ার 
পড়ে যেত পালা।

বট গাছের ঐ মগ ডালেতে 
চড়ার পাল্লা হতো,
হুড়োহুড়ি চড়তে গিয়ে 
পড়ে যেতাম কত।

আরো অনেক স্মৃতি আছে
ভুলি কেমন করে,
ছোট বেলার দিনগুলি তাই
ভীষণ মনে পড়ে।            
            
711 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মশিয়ার রহমান (মশি)

১৬ জুলাই ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সরকার রহিম উদ্দিন আহমেদ একজন প্রাইমারী স্কুল শিক্ষক ছিলেন এবং মাতা মিসেস মজিরন বেগম একজন গৃহিনী। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী একাডমী থেকে এস এস সি এবং নাগেশ্বরী মহাবিদ্যালয় থেকে এইস এস সি কৃতিত্বের সাথে পাশ করেন। ৩১ ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরীরত অবস্হায় তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। দীর্ঘ ৩২ বছর অতি নিষ্ঠা সততা এবং সুনামের সাথে চাকুরী সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০১৮ অবসর গ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা এবং সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। অবসর গ্রহণের পর তিনি লেখা লেখির প্রতি আত্ন নিয়োগ করেন। তাঁর বেশ কিছু কবিতা পাঠক মহলে বেশ আলোরণ সৃষ্টি করেছে। তাঁর সুস্হ্য সুন্দর জীবন এবং সফলতা ও উন্নতি কামনা করছি।

মোঃ মশিয়ার রহমান (মশি) এর সর্বশেষ লেখা

এই বিভাগে আরো: « ভুলে ভরা দেশদ্রোহী! »

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক Pedrohic বৃহষ্পতিবার, 25 এপ্রিল 2024 02:20 লিখেছেন Pedrohic

    purple pharmacy mexico price list: mexican pharmacy - mexico drug stores pharmacies

  • মন্তব্যের লিঙ্ক JGHNKxo শনিবার, 01 জুলাই 2023 08:41 লিখেছেন JGHNKxo

    The early fluid accumulation, PICU acquired daily fluid accumulation, and fluctuation in fluid accumulation between patients with severe sepsis who did and did not survive are compared in Fig 1 cheap cialis online pharmacy

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.