রবিবার, 30 আগষ্ট 2020 06:27

বন্যা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ~~বন্যা~~

শহরে বাড়ছে ভাইরাস করোনা 
গ্রাম ডুবছে বন্যায়,
বানের জলের মতই বুকটা 
ভেসে যায় অশ্রু কান্নায়।

করোনার চেয়েও ভয়াবহ বন্যা
রাতকে করে দিন,
সবকিছু যে বিলীন হলো
করতে হচ্ছে ঋণ।

বসত ভিটা পানিতে ভাসে
বাড়ায় দীর্ঘশ্বাস,
দিনে দিনে ফুরিয়ে যাচ্ছে
 বেঁচে থাকার আশ।

গেদু চাচার গরু ছাগল 
কষ্ট পোহাচ্ছে কত,
হাঁস মুরগির বাচ্চাগুলোও
মরছে শত শত।

জীবন নিয়ে টানা-টানি
বাড়ছে ক্ষুধার জ্বালা,
দামাল ছেলে শান্তি খোঁজে
ভাসিয়ে কলার ভেলা। 

জমির ফসল ডুবলো পানিতে
ভাসলো কত মাছ,
পানির ভিতর নষ্ট হচ্ছে
ফল ফলাদি গাছ।

তবুও জীবন থাকে না থেমে
চলছে অবিরাম,
বেড়ি বাঁধে ঘর বাঁধতে
ঝড়ছে গায়ের ঘাম।

কেউ কি বুঝবে বান ভাসিদের
জীবন মরণ খেলা,
ত্রাণ নিয়ে ছিনিমিনি করে
চলছে হ্যালা ফ্যালা।

মাবুদ তুমি দয়া করো
বান ভাসিদের তরে,
তোমার রহমত পাঠাও তুমি
প্রতিটি ঘরে ঘরে।
___[]___[]___[]___[]___            
            
635 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 02 সেপ্টেম্বর 2020 11:40
শেয়ার করুন
মোঃ মশিয়ার রহমান (মশি)

১৬ জুলাই ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সরকার রহিম উদ্দিন আহমেদ একজন প্রাইমারী স্কুল শিক্ষক ছিলেন এবং মাতা মিসেস মজিরন বেগম একজন গৃহিনী। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী একাডমী থেকে এস এস সি এবং নাগেশ্বরী মহাবিদ্যালয় থেকে এইস এস সি কৃতিত্বের সাথে পাশ করেন। ৩১ ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরীরত অবস্হায় তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। দীর্ঘ ৩২ বছর অতি নিষ্ঠা সততা এবং সুনামের সাথে চাকুরী সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০১৮ অবসর গ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা এবং সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। অবসর গ্রহণের পর তিনি লেখা লেখির প্রতি আত্ন নিয়োগ করেন। তাঁর বেশ কিছু কবিতা পাঠক মহলে বেশ আলোরণ সৃষ্টি করেছে। তাঁর সুস্হ্য সুন্দর জীবন এবং সফলতা ও উন্নতি কামনা করছি।

মোঃ মশিয়ার রহমান (মশি) এর সর্বশেষ লেখা

এই বিভাগে আরো: « লাল জল পরী জীবনের গান »

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.