মঙ্গলবার, 08 ডিসেম্বর 2020 20:46

আমি একবার জন্মাতে চাই বহুকাল আগে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আমি একবার জন্মাতে চাই বহুকাল আগে 

স্বাধীনতা বড় দুর্ভাগা আমি! 
দেখিনি মুক্তি যুদ্ধ, দেখিনি ভাষা আন্দোলন,
তোমাকে ফুল হয়ে ফুটতে দেখিনি। 
স্বাধীনতা আমি একবার জন্মাতে চাই বহুকাল আগে, এই বাংলার পূতপবিত্র মাটিতে।
বায়ান্নতে নির্ভীক যুবক রাজপথে দাঁড়াতে চাই ভাষার দাবিতে।
চলুক গুলি! 
আমি চিৎকার করে বলতে চাই একবার
"রাষ্ট্র ভাষা বাংলা চাই"
"রাষ্ট্র ভাষা বাংলা চাই"
আমি একবার দাঁড়াতে চাই সেই একাত্তরের 
৭ই মার্চ রেসকোর্স ময়দানে। 
এক টগবগে যুবক, বুকে তার স্বপ্ন দুর্বার,
একটি মহান কবিতা শুনবো বলে।
মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে বলতে চাই একবার "
"জয়বাংলা"
আমি একবার জন্মাতে চাই আমার বাবার
মতো,চব্বিশ বছরের যে দুরন্ত যুবক মাথায়  গামছা বেঁধে পায়ে হেঁটে সীমান্ত পেরিয়েছিল যুদ্ধের প্রস্তুতি নিবে বলে।
আমি জন্মাতে চাই সেই মায়ের কোলে 
যে তার একমাত্র সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়ে বলেছিল- "যুদ্ধে যা বাবা,দেশ স্বাধীন করে ফিরে আসবি।"  
আমি জন্মাতে চাই সেই নির্ভীক যুদ্ধা হয়ে, 
যে গেরিলা যুদ্ধে ধরা পড়ে বেয়নেটের খুঁচায় খুঁচায় রক্তাক্ত হয়ে মরে গিয়েছিল 
তবুও দেয়নি গোপন তথ্য, স্বীকার করেনি
পাকিস্তান, মুখে ছিল 'জয়বাংলা'। 
স্বাধীনতা আমি দেখতে চাই 
তোমার বুকের ভিতর কতটা কষ্ট জমা!
কতটা রক্ত ঝরিয়ে তুমি এলে,
কতো মা বোনের ইজ্জত তুমি কেড়ে নিলে,
কতো লাশ ভাসিয়ে দিলে নদীর বুকে, 
কতো গ্রাম শহর জ্বালিয়ে ছারখার করেছো
এ বাংলার। 
কতো অভুক্ত শিশুর লাশ পথে ঘাটে 
শিয়াল কুকুরে খেয়েছে,
কতো মায়ের বুক খালি করেছো তুমি! 
আমি একবার জন্মাতে চাই দস্যু হয়ে 
ভেঙে তছনছ করতে চাই পাক হানাদারদের ঘাটি,এইসব নরপশুদের
বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শোধ নিতে চাই, যারা আমার মা বোনদের অত্যাচারে
অত্যাচারে ক্ষত বিক্ষত করেছে নয় মাস।
আমি জন্মাতে চাই একবার খুনি হয়ে! 
 পাকিদের এদেশীয় দোসর রাজাকার হায়না শকুনিদের মুণ্ডু চাই আমি মুণ্ডু,
এদের বংশ আমি নির্বংশ করতে চাই। 
বড় আফসোস! 
এখনও ঘুরে বেড়ায় এইসব শকুনিদের দল
এই পূতপবিত্র মাটিতে। 
লকলকে লেলিহান জিহবা বের করে
ওঁৎ পেতে থাকে,
খামচে ধরে আমার পবিত্র পতাকা, 
এখনও রক্ত ঝরে তোমার পবিত্র বুকে। 
স্বাধীনতা আমি একবার জন্মাতে চাই 
সেই মায়ের কোলে, যে মা মাটির পিদিম 
জ্বালিয়ে অপেক্ষা করে আছে, 
তার ছেলে আসবে বলে। 
স্বাধীনতা আমি একবার ফিরতে চাই একাত্তরে,
একটি স্বাধীন পতাকা নিয়ে 
সেই জননীর কোলে।
স্বাধীনতা আমার আর একটি জন্ম
ফিরিয়ে দাও,
আমি মুক্তি যুদ্ধা হব বলে।

.....................................            
            
541 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 27 ডিসেম্বর 2020 20:14
শেয়ার করুন
রহিমা আক্তার লিলি

রহিমা আক্তার লিলি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার তাতারদী গ্রামে ১২ নভেম্বর ১৯৭৭ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ তরেন। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা মোছাঃ আম্বিয়া রহমান। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সকলের বড়। তাঁর স্বামী মোঃ মিজানুর রহমান তিনি পেশায় একজন তড়িৎ প্রকৌশলী। দাম্পত্য জীবনে তিনি এক মন্তানের জননী নাম মারসাদ সাফওয়ান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন তবে বর্তমানে একজন আদর্শ গৃহিণী। বই পড়ার পাশাপাশি লেখালেখির সাথে সম্পৃক্ত হন।

রহিমা আক্তার লিলি এর সর্বশেষ লেখা

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক FMzxKauwt বৃহষ্পতিবার, 13 জুলাই 2023 11:49 লিখেছেন FMzxKauwt

    We aren t certain why Arimidex would be associated with low levels of vitamin D, but scientists theorize that the drug depletes the body s stores of vitamin D by interfering with enzymes in the liver that process the vitamin, Rastelli says levitra with dapoxetine reviews 2014; 64 252 271

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন শুক্রবার, 11 ডিসেম্বর 2020 01:55 লিখেছেন ইদি আমিন

    দুর্দান্ত রচিলেন কবি প্রিয়,,, চমৎকার

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.