বুধবার, 26 মে 2021 12:06

দুর্যোগ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ঢেকে দিয়ে রবি আকাশের ছবি 
বদলায়ে গেল দেখি
সবুজ জমিন    আলোময় দিন 
দুর্যোগের আছে ঝুঁকি।
তর্জন গর্জনে    দিন বিসর্জনে 
ঘনকালো মেঘমালা 
প্রচন্ড উল্লাসে   তিগ্ম অভিলাষে 
ঘটাবে তান্ডবলীলা।
কিসের লড়াই  কারো জানা নাই 
প্রচন্ড গর্জন চলে
তীর্যক আলোকে  দুর্দান্ত ঝলকে 
দেখিনি কস্মিনকালে।
অদৃশ্য আতঙ্কে   এমনি দিনাঙ্কে 
উদ্বেগে ডাকিছে রব
রক্ষা করো আজি মিনতি আরজি
জান প্রাণ তুমি সব।
জড়োসড়ো প্রাণে ভীত ত্রস্ত ক্ষণে 
প্রাণ ভিক্ষা শুধু চায়
বিনাশী দুর্যোগ   আজি দূর হোক 
শান্তি হোক দুনিয়ায়।
#reza ২৬/৫-২০২১            
            
480 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মাহমুদ রেজা

বর্তমানে সপরিবারে অভিবাসী মেরু প্রান্তের দেশ সুইডেনে। কারিগরী পেশায় চাকুরিজীবী লেজার নিয়ে। ভিটেবাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়। শৈশব কৈশোর গ্রামে পার করে মাঝামাঝি যৌবনে দেশ ছেড়ে হয়েছি প্রবাসী। দেশ যেমন ভুলে থাকা যায় না ঠিক তেমনি হাজার স্মৃতি বিজড়িত শৈশব কৈশোর মনটাকে টেনে নিয়ে যায় দেশের মাটিতে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কারিগরি শিক্ষার জন্য সাহিত্যের চর্চার অভ্যাস কোনদিনই ছিল না। ঘুনাক্ষরেও কখনো চেষ্টা করা হয়নি। প্রবাসের পড়াশোনা, আত্মপ্রতিষ্ঠার নিরবিচ্ছিন্ন শ্রম সাহিত্য চর্চা থেকে দূরেই রাখতে হয়েছে নিজেকে। আব্বার লেখার অভ্যাস ছিল কিছুটা কিন্তু তা মুকুলেই শেষ হয়েছিল বোধহয়। আব্বার জীবদ্দশায় সুযোগ হয়নি এ নিয়ে আলোচনার। নিজের সুপ্ত সম্ভাবনা আজ দেরিতে হলেও যা সৃষ্টি করতে পারছি, আব্বার অজানা রয়ে গেল। ছন্দের মাধুর্য্যতায় বাংলা কবিতা ঋদ্ব এবং সমৃদ্ধ, শ্রুতিমধুরতায় বিশ্বের সেরা ভাষা। ছন্দময় কবিতা আমার লেখায় প্রতিভাত হয়ে থাকে। প্রকাশিত লেখা "ছড়ার মেলা ; মন মুকুরের ভেলা । প্রকাশের পথে, হৃদয়ের নৈবেদ্য।

এই বিভাগে আরো: « প্রেমানল রসের ঘানি »

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.