বুধবার, 25 আগষ্ট 2021 20:15

ফিরে এসো নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কবিগুরুর মৃত্যু দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি

ফিরে_এসো

বাংলা সাহিত্যে কালো মেঘের ছায়া
ঝরালো বারেক বৃষ্টি, 
বিধাতা লিখেছেন শেষ তারিখ টা
কলম থামালো সৃষ্টি। 

চারিদিকে মেঘের ক্রন্দন-রোল 
ঘটে গেলো নক্ষত্র পতন, 
চরণে তোমার শতকোটি প্রণাম 
আজ যে বাইশে শ্রাবণ।

চুকিয়ে দিয়েছো যত দেনা পাওনা 
ডাকঘরে আসবেনা তোমার পত্র, 
কাবুলিওয়ালার দেশে গিয়েছো কি! 
মিনি খুঁজে ফিরে তোমায় সর্বত্র। 

শৈশবটা সহজ পাঠের ছড়ায় 
যৌবন প্রেম সম্প্রীতির বন্ধনে, 
তীব্র প্রতিবাদ শিখিয়েছিলে 
তোমার বিহনে বিশ্ব ক্রন্দনে। 

ভাবনা সমুদ্রে অবগাহন করেছো
চেতনার রঙে শান্তিনিকেতনি শুরু, 
তোমার সিংহাসনে জমাট ধুলো
ফিরে এসো, ফিরে এসো কবিগুরু।            
            
345 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 আগষ্ট 2021 23:09
শেয়ার করুন
রমাকান্ত পাঁজা

রমাকান্ত পাঁজা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নবস্থা গ্রামের বাসিন্দা। পিতা জগন্নাথ পাঁজা ও মাতা বাসন্তী পাঁজা। ১৯৭৪ সালে ১৭ ই নভেম্বর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। গ্রামের স্কুলে পাঠ শেষে কারিগরি ঞ্জানের জন্য শহরে গমন। বর্তমানে গৃহশিক্ষকতার কাজে নিযুক্ত।

রমাকান্ত পাঁজা এর সর্বশেষ লেখা

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক XDCRSAJ রবিবার, 30 জুলাই 2023 22:10 লিখেছেন XDCRSAJ

    If you aren t sure, consult an instructor generic cialis no prescription The mean decrease in symptom scores during the treatment period was 1

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.